রোগী মৃত্যুকে ঘিরে ফের ধুন্ধুমার, উত্তপ্ত তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল
তাঁদের দাবি বারবার চিকিৎসকদের ডেকেও কোনও কাজ হয়নি। শেষে গভীর রাতে মারা যান নরেন বাবু।
নিজস্ব প্রতিবেদন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের ধুন্ধুমার হাসপাতালে। এবার ঘটনাস্থল তুফানগঞ্জ মহাকুমা হাসপাতাল। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর। এরপর হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে রাতভর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় মৃতর আত্মীয়রা। এরপর পরিস্থিতি চরমে পৌঁছলে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিস। বেশ খানিক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবর, শুক্রবার রাতে মাথার যন্ত্রণা নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হন নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের মহাদেব ধাম এলাকার বাসিন্দা নরেন বর্মন। পরিবারের অভিযোগ, এদিন দীর্ঘক্ষণ কোনও চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয় রোগীকে। তাঁদের দাবি বারবার চিকিৎসকদের ডেকেও কোনও কাজ হয়নি। শেষে গভীর রাতে মারা যান নরেন বাবু।
আরও পড়ুন: জিয়াগঞ্জকাণ্ডে নয়া মোড়, রামপুরহাটে সন্দেহভাজনের বাড়িতে তল্লাসি পুলিসের
পরিবার সূত্রে খবর, আজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে মৃতর পরিবার।