Anubrata Mondal: 'মন্দিরে উঠতে পারব না...' ২ বছর পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় গিয়ে একথা কেন বললেন অনুব্রত?
Durga Puja Specialঅনুব্রত মণ্ডল বলেন, "খুব ভালো লাগছে ৷ কিন্তু, মন্দিরে উঠতে পারব না, অঞ্জলি দিতে পারব না। আমার কাকা মারা গিয়েছে তো তাই৷ বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল৷ এবার পুজো তো রাত্রে৷ পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে ।"
প্রসেনজিত্ মালাকার: ২ বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড় ৷ সকলের সঙ্গে কথা বললেন অনুব্রত ৷ যদিও, সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না তিনি। দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন। অনুব্রত মণ্ডল বলেন, "খুব ভালো লাগছে ৷ কিন্তু, মন্দিরে উঠতে পারব না, অঞ্জলি দিতে পারব না। আমার কাকা মারা গিয়েছে তো তাই ৷ বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল ৷ এবার পুজো তো রাত্রে ৷ পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে।"
আরও পড়ুন, Jalpaiguri: ঠাকুর দেখে রাত করে বাড়ি ফেরায় বকুনি! মাকে খুনের চেষ্টার পর নিজেই...
গোরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে ২ বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল ৷ প্রতি বছর দুর্গাপুজোয় অনুব্রতর গ্রামের বাড়ি, অর্থাৎ নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজোয় অংশ নিতেন তিনি৷ ২ বছর অনুব্রতকে ছাড়াই পুজো হয়েছে। এবার পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। তবে সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না অনুব্রত ৷
বাইরে দাঁড়িয়েই প্রণাম করলেন। পরে বসলেন মন্দিরের সামনে৷ তাঁকে দেখতে উপচে পরে গ্রামবাসীদের ভিড়৷ সকলের সঙ্গে কথা বলেন তিনি ৷ ফিরে যাওয়ার সময়ও তাঁর গাড়ির কাছে গিয়েও কথা বলেন গ্রামের প্রবীণরা ৷ তবে বেশ হাসিখুশি দেখালো অনুব্রতকে ৷ কারণ ২ বছর পর পুনরায় পরিবারের সকলকে কাছে পেয়েছেন তিনি ৷ আগেই তিনি জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অনুব্রত ৷ ইতিমধ্যেই নিজের ফেসবুক পেজেও সক্রিয় হয়েছেন তিনি ৷
আরও পড়ুন, Durga Puja 2024: অগণিত ভক্ত! মহাষ্টমীতে চিরাচরিত রীতিতেই কুমারী পুজো বেলুড় মঠে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)