সম্পত্তি নিয়ে সংঘর্ষে জখম ৮
মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ভালিয়া গ্রামেরই দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয়।
![সম্পত্তি নিয়ে সংঘর্ষে জখম ৮ সম্পত্তি নিয়ে সংঘর্ষে জখম ৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/14/155006-arm.jpg)
নিজস্ব প্রতিবেদন: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে রড লাঠি ও শাবল নিয়ে মারামারি। উত্তপ্ত আরামবাগের বাতানল অঞ্চলের ভালিয়া গ্রাম। ঘটনার জেরে দুই পক্ষের আট জন গুরুতর জখম হয়েছেন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: বর কাজে যাওয়ার পর ছেলেকে নিয়ে বাথরুমে যান মহিলা, তারপর তাদের যে অবস্থায় দেখলেন প্রতিবেশীরা...
মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ভালিয়া গ্রামেরই দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আচমকাই এই পক্ষ হামলা চালায়। এরপরই অপর পক্ষ হামলা করে। লাঠিসোটা নিয়ে চলে হামলা। দুপক্ষের সংঘর্ষে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছুটে আসে আরামবাগ থানার বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী। এই ঘটনায় আরামবাগ থানায় লিখিত ভাবে অভিযোগ করেছেন আক্রান্ত পরিবারের লোকজন।পুলিশ ঘটনার তদন্তে নেমে একজন কে গ্রেপ্তার করেছে।