রবিবার জেলায় দিলীপ ঘোষ, একদিন আগেই দল ছাড়লেন বিজেপির ১১ পঞ্চায়েত সদস্য
বিজেপি বিধায়ক ও জেলার সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ভয় দেখিয়ে শাসক দল বিজেপি নেতাদের দলে টানছে তৃণমূল
![রবিবার জেলায় দিলীপ ঘোষ, একদিন আগেই দল ছাড়লেন বিজেপির ১১ পঞ্চায়েত সদস্য রবিবার জেলায় দিলীপ ঘোষ, একদিন আগেই দল ছাড়লেন বিজেপির ১১ পঞ্চায়েত সদস্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328865-9.gif)
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই পদ ছেড়েছেন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তার পরেও বিজেপি শিবিরে ভাঙন থামছে না আলিপুরদুয়ারে।
দলের ভাঙন ঠেকাতে রবিবার জেলায় আসছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার আগেই আজ দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কালচিনি ব্লকের জয়গাঁ(Jaigaon) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১ বিজেপি সদস্য। এর ফলে পঞ্চায়েতে ক্ষমতা চলে গেল তৃণমূলের হাতে। ওইসব পঞ্চায়েত সদস্য ছাড়াও এদিন তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির এসটি মোর্চার সভাপতি ও সম্পাদক।
আরও পড়ুন-ত্রিপল চাওয়াকে কেন্দ্র করে তুলকালাম, সরকারি আধিকারিককে হেনস্থার অভিযোগ বলাগড়ে
একটি পঞ্চায়েতের এতজন এক সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপির বিধায়ক ও জেলার সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ভয় দেখিয়ে শাসক দল বিজেপি নেতাদের দলে টানছে। মানুষ সব দেখছে। তবে দল ভাঙিয়ে বিজেপিকে আটকানো যাবে না।
আরও পড়ুন-সরকারি অনুমতি ছাড়া ভ্যাকসিন ক্যাম্প নয়, তৈরি হল SOP
অন্যদিকে, তৃণমূলের জেলা কমিটির কোঅর্ডিনেটর পাশাং লামা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাজ দেখে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)