আবার বিতর্কে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি
ওয়েব ডেস্ক : আবার বিতর্কে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি। এবার এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আগেও একাধিক বার মারধর, দাদাগিরির অভিযোগ উঠেছে এই হীরালালের বিরুদ্ধে। ইনি হীরালাল বাউরি। দুর্গাপুরে এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ কম নয়। এবার এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে মারধরে নাম জড়াল তাঁর। শনিবার এক ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করেন বৃদ্ধ সত্যেন্দ্রনাথ মন্ডল। তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। বাঁচাতে গেলে আক্রান্ত হন তাঁর ছেলে সুমন্ত। অভিযোগ, হীরালালের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত সুমন্ত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন হীরালাল বাউরি।
আরও পড়ুন রাজ্যের ৪২টি আসনের জন্য হেডমাস্টার ঠিক করে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব
পুরভোটের আগে, ৩৩ নম্বর ওয়ার্ডের র ফরিদপুরে একটি ওষুধের দোকানে হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। ঠিকাদারকে মারধর ও তথ্যপ্রযুক্তি পার্কে নিরাপত্তারক্ষীকে মারধরেও নাম জড়িয়েছে তাঁর। তৃণমূল কংগ্রেস অবশ্য হীরালাল বাউরির এসব দাদাগিরি সমর্থন করছে না।অভিযোগ উঠলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত্ বলেই মনে করে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে