Falaknuma Express: ৩ বগি ছাড়াই ছুটছে ট্রেন! চালকের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

সেকেন্দারাবাদ থেকে হাওড়া যাচ্ছিল ফলকনূমা এক্সপ্রেস।

Updated By: Mar 26, 2022, 09:08 PM IST
Falaknuma Express: ৩ বগি ছাড়াই ছুটছে ট্রেন! চালকের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন: চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে গেল ৩ বগি! চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)। হতাহতের কোনও খবর নেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে।

রেল সূত্রে খবর, সেকেন্দারাবাদ থেকে হাওড়া যাচ্ছিল ডাউন ফলকনূমা এক্সপ্রেস। তখন বেশ দ্রুত গতিতে চলছিল ট্রেন। আচমকাই বেলদা স্টেশনে কাছে ঘটে বিপত্তি।

আরও পড়ুন: Bangaon Death: ধাক্কা মারতেই খুলে গেল দরজা! ঘরে যুবকের নগ্ন দেহ

কেন? ফলকনূমা এক্সপ্রেসে পিছনের দিকে ৩ বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। আর প্রায় ১ কিমি এগিয়ে যায় ইঞ্চিন-সহ বাকি ২২ বগি। শেষপর্যন্ত ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করান চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। সমস্ত বগিগুলিকে ফের জুড়়তে সময় লেগে যায় ৪৫ মিনিট। ততক্ষণ আপ ও ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। এরপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন ডাউন ফলকনূমা এক্সপ্রেস।

আরও পড়ুন: Suvendu Adhikari: Z থেকে এবার Z প্লাস, নিরাপত্তা বাড়ছে রাজ্যের বিরোধী দলনেতার

এর আগে, খড়গপুর ডিভিশনে ডুয়া ও বালিচক স্টেশনের মাঝে ফলকনূমা এক্সপ্রেসের ধাক্কা প্রাণ হারিয়েছিলেন ৩ রেলকর্মী। তাঁরা যখন লাইনে কাজ করছিলেন, তখনই দ্রুত গতিতে চলে আসে এক্সপ্রেস ট্রেনটি। হাওড়ায় প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.