13034 Howrah Katihar Express: ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-কাঠিহার এক্সপ্রেস
চালকের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেলেন যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুঘটনার হাত থেকে বাঁচল ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express)। বুধবার সামসি স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। এরপর তাঁরই তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেলেন যাত্রীরা।
জানা গিয়েছে, বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদহের সামসি স্টেশনে ঢোকার মুখে ১৩০৩৪ ডাউন হাওড়া কাঠিহার এক্সপ্রেস (13034 Howrah Katihar Express) ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুনের ফুলকি দেখা যায়। যা চালকের চোখে পড়ে। সামসি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দ্রুত বিষয়টি স্টেশন ম্যানেজারকে জানান চালক। এরপর ইঞ্জিনটিকে ডি৭ বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। প্ল্যাটফর্ম থেকে ইঞ্জিনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নেভানো হয় আগুন। খবর দেওয়া হয় কাঠিহার ডিভিশনের কর্তাদের। সামসি স্টেশনে ছুটে আসেন কাঠিহার ডিভিশনের কর্তারা।
এরপর আর হাওড়া কাঠিহার এক্সপ্রেসের (13034 Howrah Katihar Express) ইঞ্জিনটি দিয়ে ট্রেনটি চালানোর ঝুঁকি নেননি কর্তারা। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর রাধিকাপুর এক্সপ্রেসের সঙ্গে হাওড়া কাঠিহার এক্সপ্রেসের (13034 Howrah Katihar Express) বগি যুক্ত দেওয়া হয়। এরপর ট্রেনটি মালদহ টাউন স্টেশনের উদ্দেশে রওনা দেয়। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ রেল দফতরের আধিকারিকরা। কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়।