WB Weather Update: ৪ ডিগ্রিতে নামবে পারদ! শীতের ঝোড়ো ব্যাটিং আর ক'দিনের অপেক্ষা...

WB Winter Update: ডিসেম্বরের ১৫ থেকেই স্বমহিমায় ব্যাটিং করবে শীত। দার্জিলিং ৪, কালিম্পং ৬, পুরুলিয়া ৬, কলকাতা ১০ থেকে ১২। মন ভরবে শীত প্রেমীদের। শীতের ইনিংস বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩ টি পর্বে ভাগ হয়ে আসতে চলেছে।

Updated By: Dec 3, 2024, 08:37 AM IST
WB Weather Update: ৪ ডিগ্রিতে নামবে পারদ!  শীতের ঝোড়ো ব্যাটিং আর ক'দিনের অপেক্ষা...

অয়ন ঘোষাল: ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ কেটে যাবে ঘূর্ণিঝড় ফেনজলের সমস্ত সাইড এফেক্ট। আজ থেকে ধাপে ধাপে শুষ্ক হতে শুরু করবে রাজ্যের আবহাওয়া। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন। তাপমাত্রা ধীরে ধীরে নামবে। ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আগামী রবিবারের মধ্যে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। ১৫ই ডিসেম্বর এর পর রাজ্যে জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস।

পাহাড়ে হালকা বৃষ্টি
দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
বেশকিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব বাতাসে ভর করে। উত্তর-পূর্ব বাতাস ঢুকলেও এখনই উত্তর-পশ্চিমের বাতাসের সম্ভাবনা নেই।

শীতের কামব্যাক

ডিসেম্বরের ১৫ থেকেই স্বমহিমায় ব্যাটিং করবে শীত। দার্জিলিং ৪, কালিম্পং ৬, পুরুলিয়া ৬, কলকাতা ১০ থেকে ১২। মন ভরবে শীত প্রেমীদের। শীতের ইনিংস বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩ টি পর্বে ভাগ হয়ে আসতে চলেছে। মাঝে দুই দিন তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। তারপর আবার তা কমবে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: চাকরি বা ব্যবসায় উন্নতি সিংহের, লোভ করবেন না মকর...

কলকাতা

সকালে কিছুক্ষণ আংশিক মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা। মূলত বাকি দিন পরিস্কার আকাশ। দিনের তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়তে চলেছে। রাতের তাপমাত্রা শনিবারের আগে খুব বেশি হেরফের হওয়ার সম্ভবনা নেই।

পরিসংখ্যান

রাতের তাপমাত্রা ২০ থেকে কমে ১৯.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৬.৬ থেকে কমে ২৫.৬ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫০ থেকে ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.