শান্তিনিকেতন গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্তে ফরেনসিক টিম

কোন উদ্দেশ্যে গাড়িটা ওখানে দাঁড় করানো ছিল, তা খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Jul 19, 2020, 04:52 PM IST
শান্তিনিকেতন গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্তে ফরেনসিক টিম
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: শান্তিনিকেতনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই পুলিসের তরফে খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। প্রাথমিকভাবে খবর না মিললেও, পরে জানা যায়, ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হবে৷ গাড়ির মালিককেও জিঙ্গাসাবাদ করা হচ্ছে৷

রবিবার সকালে শান্তিনিকেতনে রথীন্দ্রপল্লি এলাকায় একটি লাল গাড়িতে বিস্ফোরণ হয়৷ গাড়িটি দুমড়ে মুছড়ে যায়৷ ঘটনাস্থলেই অদূরেই বোলপুরের অতিরিক্ত পুলিস সুপারের অফিস৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ক্রটির কারণেই বিস্ফোরণ।

আরও পড়ুন: দুমড়ে-মুছড়ে তালগোল পাকিয়ে গেল লাল গাড়িটা, বোলপুরে অতিরিক্ত পুলিস সুপারের অফিসের সামনে ভয়ঙ্কর ঘটনা!

কোন উদ্দেশ্যে গাড়িটা ওখানে দাঁড় করানো ছিল, তা খতিয়ে দেখছে পুলিস। এর পিছনে কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ছুটির সকালে এই ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

.