অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল

অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল। কাল রাত থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক কোলিয়ারির তিন নম্বর পিটে। কর্মরত সব শ্রমিককে রাতেই খনির ওপরে তুলে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে কোন শ্রমিককে আর নামতেও দেওয়া হয়নি। অন্ডালের এই কোলিয়ারিতে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে পৌছেছে ECL-র উদ্ধারকারী দল। ন'বছর আগে এই কোলিয়ারিরই তিন নম্বর পিটে খনির ছাদ ধসে ছ'জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Updated By: Jul 13, 2017, 08:06 PM IST
অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল। কাল রাত থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক কোলিয়ারির তিন নম্বর পিটে। কর্মরত সব শ্রমিককে রাতেই খনির ওপরে তুলে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে কোন শ্রমিককে আর নামতেও দেওয়া হয়নি। অন্ডালের এই কোলিয়ারিতে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে পৌছেছে ECL-র উদ্ধারকারী দল। ন'বছর আগে এই কোলিয়ারিরই তিন নম্বর পিটে খনির ছাদ ধসে ছ'জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন- ফেসবুকে আপত্তিকর পোস্ট করে বিতর্কে পঞ্চায়েতের প্রধান

.