Paschim Medinipur: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা! ভাঙল বাইক, ছড়িয়ে গেল ফুল, ফুলবাজারের ৯ চাষিই...

Paschim Medinipur Road Accident: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় ফুলবাজারে আসা ৯ জন ব্যক্তি আহত হন এক ট্রাকের ধাক্কায়। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাইক। ঘটনাস্থলে পুলিস।

Updated By: Nov 24, 2024, 09:45 AM IST
Paschim Medinipur: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা! ভাঙল বাইক, ছড়িয়ে গেল ফুল, ফুলবাজারের ৯ চাষিই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুলের হাসি মিলিয়ে গেল নিমেষেই। রবিবার সকালে মারাত্মক পথদুর্ঘটনা ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে। গতিমান এক ট্রাকের ধাক্কায় সেখানে আহত হলেন স্থানীয় ফুলবাজারে আসা চাষি ও ব্যবসায়ী মিলিয়ে মোট ৯ ব্যক্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাইক। রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ফুল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস।

আরও পড়ুন: Horoscope Today: মেষের অর্থপ্রাপ্তি, বৃষের রোগমুক্তি, মিথুনের অর্থকষ্ট! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ লক্ষ্মীবাজার এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় খুকুড়দহ লক্ষ্মীবাজারে আসা ৯ ব্যক্তিকে পর পর ধাক্কা দেয় ট্রাকটি। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি বাইকও। আহতরা সকলেই ফুলচাষী এবং ফুল ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে যায় দাসপুর থানার পুলিস। ক্ষতিগ্রস্ত বাইকগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ফুল সরায় পুলিস। ভোররাতে ভরা বাজারে এমন ঘটনার জেরে তীব্র যানজট হয়।

আরও পড়ুন: Ultodanga Fire: রবিসকালে হাহাকার! উল্টোডাঙায় বিধ্বংসী আগুনে পুড়ল...

প্রসঙ্গত, এ বছরেরই মার্চে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক উদ্বোধন হয়। নবনির্মিত ৩২ কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত এই ৩২ কিলোমিটার রাস্তাটি হাবড়ার প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক। তা ছাড়া এ পথে নিত্যদিনই দুর্ঘটনা সঙ্গী হয়ে উঠছিল পথচারীদের। সেই রাস্তা নতুন করে তৈরি হয়ে ওঠায় যাতায়াতের ভোগান্তি মিটল পথচলতি মানুষদের। এই রাস্তা দিয়ে যাতায়াত করে দূর পাল্লার একাধিক রুটের বাস। নতুন করে রাস্তা তৈরি হওয়ায় একাধিক রুটের মানুষেরই সুবিধা হবে। কিন্তু দেখা গেল, নতুন রাস্তা করেও দুর্ঘটনার হাত এড়ানো যাচ্ছে না!  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.