Mamata in Darjeeling: 'পাহাড়ের মানুষদের পছন্দ করি, এখানকার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি': মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, দার্জিলিং এখন খুশি। প্রচুর পর্যটক আসছেন

Updated By: Mar 29, 2022, 08:55 PM IST
Mamata in Darjeeling: 'পাহাড়ের মানুষদের পছন্দ করি, এখানকার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি': মমতা

নিজস্ব প্রতিবেদন: দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ের জন্য সরকারি প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত কথা বলে সবাইকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে সরকারি অনুষ্ঠানে পাহাড়ের মানুষের প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মেয়েরা খুব স্মার্ট হয়। খুব ভালো হয় ওরা। ওদের হাসি কাঞ্চনজঙ্ঘার হাসির মতো। পাহাড়ের মানুষকে এত পছন্দ করি যে এখানকার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ভাইপো আভাস বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল স্টুডেন্ট। তাঁর সঙ্গে একই কলেজে পড়েন কার্শিয়াংয়ের মেয়ে জ্যোতি। ইতিমধ্যেই আভাসের সেই বান্ধবী দেখা করেছেন মমতার সঙ্গে। সরাসরি না বললেও সম্ভবত জ্য়োতির কথাই বলতে চেয়েছেন মমতা। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।

পাহাড়ের জন্য প্রকল্পের কথা বলে গিয়ে মমতা বলেন, পাহাড়ে চা বাগানের জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। ওইসব চা বাগানে যাদের ঘর নেই তাদের মধ্য়ে ৩ লাখ ৮০ হাজার পরিবারকে ঘর তৈরি করে দেব।  সেই কাজ শুরু করে দিয়েছি। যখন ক্ষমতায় ছিলাম না তখন চা শ্রমিকরা পেতেন দৈনিক ৬৭ টাকা। এখন তা বেড়ে হয়েছে ২০২ টাকা। আগে চা বাগান বন্ধ হলে ৬ মাসের পর সাহায্য পেতেন শ্রমিকরা। এখন ২ মাসের মধ্য়ে দেড় হাজার টাকা পান শ্রমিকরা। বিনা পয়সার বিদ্যুত্, জল পান তাঁরা, হেলথ কার্ড পান তাঁরা। মাসে ৩৫ কেজি রেশন দেওয়া হয়। স্বাস্থ্য সাথী কার্ড যদি কেউ না পেয়ে থাকেন তাহলে দুয়ারে সরকারে আবেদন করুন। আড়াই কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পাচ্ছেন। এখন চিকিত্সার জন্য টাকা লাগে না, পড়ার জন্য খরচ হয় না, ১২ ক্লাসে মোবাইল পাওয়া যায়, ক্লাস নাইনে সাইকেল পাওয়া যায়। দার্জিলিংয়ে গত ২০ বছরে কোনও জমির পাট্টা দেওয়া হয়নি। আইনি সমস্যা ছিল। আমরা তা মিটিয়ে দিয়েছি। যারা ওই পাট্টা পাওয়ার যোগ্য তারা তা পেয়ে যাবেন। দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি তৈরি হবে, কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি কলেজের একটি শাখা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, দার্জিলিং এখন খুশি। প্রচুর পর্যটক আসছেন। যত হোটেল রয়েছে সব ভর্তি। যখন দার্জিলিং হাসে তখনই এমন পরিস্থিতি হয়। দার্জিলিংকে গ্রিন অ্যান্ড ক্লিন করব। এখানে জিটিএ-র নির্বাচন হবে। আমি চাই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের কাজ করুন। অনেক দেখলান। ভোট এলেই কোনও রাজনৈতিক দল এসে এখানে উল্টোপাল্টা বলে ভোটে নিয়ে চলে যায়। তারপর বছরের পর বছর তাদের কোনও পাত্তা পাওয়া যায় না। তাই আপনাদের দিল্লির লাড্ডুর প্রয়োজন নেই। আপনাদের অনেক আছে। আপনাদের অনেক ট্যালেন্ট রয়েছে।

আরও পড়ুন-Mamata in Darjeeling: 'মানুষ কি বিজেপি খাবে!', মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.