GST চালু হতেই সার্কাস শিল্পের কপালে চিন্তার ভাঁজ
GST চালু হতেই কপালে চিন্তার ভাঁজ সার্কাস শিল্পে। দুর্গাপুরের গান্ধীমোড়ে সার্কাস ময়দানে চলছে ফেমাস সার্কাস। GST এর আঁচ কতটা পড়বে এই শিল্পে? তা নিয়েই আশঙ্কায় দিন কাটাচ্ছেন সার্কাস কর্তৃপক্ষ। কর্মীদের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে দিনপ্রতি খরচের অঙ্ক প্রায় পঞ্চাশ হাজার। এই খরচ সামলাতেই নাভিশ্বাস উঠছে কর্তৃপক্ষের। জিএসটির বোঝা এখন কতটা পড়বে তা নিয়েই চিন্তা বেড়েছে মালিক থেকে কর্মী সকলেরই।
![GST চালু হতেই সার্কাস শিল্পের কপালে চিন্তার ভাঁজ GST চালু হতেই সার্কাস শিল্পের কপালে চিন্তার ভাঁজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/02/88610-welcome-to-the-circus-sd.jpg)
ওয়েব ডেস্ক : GST চালু হতেই কপালে চিন্তার ভাঁজ সার্কাস শিল্পে। দুর্গাপুরের গান্ধীমোড়ে সার্কাস ময়দানে চলছে ফেমাস সার্কাস। GST এর আঁচ কতটা পড়বে এই শিল্পে? তা নিয়েই আশঙ্কায় দিন কাটাচ্ছেন সার্কাস কর্তৃপক্ষ। কর্মীদের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে দিনপ্রতি খরচের অঙ্ক প্রায় পঞ্চাশ হাজার। এই খরচ সামলাতেই নাভিশ্বাস উঠছে কর্তৃপক্ষের। জিএসটির বোঝা এখন কতটা পড়বে তা নিয়েই চিন্তা বেড়েছে মালিক থেকে কর্মী সকলেরই।
আরও পড়ুন, জিসটিতে জোর ধাক্কা বাংলার মিষ্টি শিল্পে
আরও পড়ুন, GST-র ধাক্কায় লাটে উঠেছে ওষুধ বিক্রি, বিপদে রাজ্যের মানুষ