হলদিয়ার পুরভোটে কার্যত ওয়াকওভার পেল তৃণমূল
ওয়েব ডেস্ক: হলদিয়ায় কার্যত ওয়াকওভার পেল তৃণমূল কংগ্রেস। একযোগে প্রার্থীদের প্রত্যাহার করল বিরোধীরা। রিগিংয়ের অভিযোগে সকালে পুরভোটে প্রার্থী প্রত্যাহার করেছিল সিপিএম। সেই পথে হেঁটেই প্রার্থী প্রত্যাহার করে বিজেপিও। দুপুরে কংগ্রেস জানিয়ে দেয়, তারাও প্রার্থী তুলে নিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা।
হলদিয়ায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় শাসকদলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। বেশ কয়েকটি জায়গায় বিরোধী প্রার্থীদের এজেন্টদের বুথে বসতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগ, কমিশন ও প্রশাসনের তরফে কোনও সাহায্য পাচ্ছেন না আক্রান্তরা।
রবিবার বেলা ১১টা নাগাদ হলদিয়ার মহকুমার শাসকের কাছে একযোগে ফের ভোটগ্রহণের দাবি জানান বাম প্রার্থীরা। একই সঙ্গে এদিনের ভোটগ্রহণে তারা আর অংশগ্রহণ করছেন না বলে জানিয়েছেন।