দক্ষিণবঙ্গে চাঙ্গা মৌসুমী বায়ু, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তার ঘাটতি ছিল। গত কয়েকদিনের বৃষ্টি তা কিছুটা হলেও পূরণ হয়েছে

Reported By: প্রিতম দে | Updated By: Aug 10, 2019, 10:00 AM IST
দক্ষিণবঙ্গে চাঙ্গা মৌসুমী বায়ু, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতে কয়েকদিন বৃষ্টির পর রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন-পারিবারিক অশান্তির জেরে নরেন্দ্রপুরে খুন গৃহবধূ, বিছানায় মিলল গলাকাটা দেহ  

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে কিছুটা চাঙ্গা মৌসুমী বায়ু। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সরে আসার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজস্থান থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে ওই মৌসুমী অক্ষরেখা। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন-সন্ত্রাসবাদে টাকার জোগান দেওয়ার অভিযোগ, গ্রেফতার উত্তর কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ

উল্লেখ্য, এ সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ফলে ফের শুরু হয়েছে জলের অভাবে আটকে থাকা চাষাবাদ। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তার ঘাটতি ছিল। গত কয়েকদিনের বৃষ্টি তা কিছুটা হলেও পূরণ হয়েছে।

.