কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস
পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। যদিও এতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একথা আগেই জানানো হয়েছিল। পাশাপাশি আপাতত কালবৈশাখীর দাপটও জারি থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। এবার ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন: লকডাউনে বাতিল বিয়ের অনুষ্ঠান, করোনা সতর্কতা মেনে মন্দিরেই গাঁটছড়া বাঁধল যুগল
পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। যদিও এতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বরং এই বৃষ্টি তীব্র গরমের মধ্যে স্বস্তি দেবে শহরবাসীকে। ইতিমধ্যেই, হাওড়া এবং হুগলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং হওয়ার সঙ্গে সেই মেঘ শহরে ঢুকছে। ফলে আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন: বেড়েছে কনটেইনমেন্ট জোন, তারমধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে লকডাউন ৫.০
উল্লেখ্য, আন্দামান-নিকোবরে ঢুকে পড়েছে বর্ষা। ফলে কালবৈশাখীর দোসর হচ্ছে প্রাকবর্ষা। গতকাল রাতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে কলকাতা-সহ বেশ কিছু এলাকায় ।