Nathula: চেনাই যায় না! তুষারপাতে সাদা হয়ে আছে নাথুলার পাহাড়ি পথ, ছাঙ্গু...

Nathula: এই সিজনের দ্বিতীয় তুষারপাত। এবার নাথুলায়। উত্তর সিকিমের নাথুলায় তীব্র ঠান্ডা এখন। পর্যটকেরা এখন যাননি। তবে তুষারপাতের খবর শুনে দলে দলে ছুটছেন সকলে।

Updated By: Jan 16, 2024, 03:08 PM IST
Nathula: চেনাই যায় না! তুষারপাতে সাদা হয়ে আছে নাথুলার পাহাড়ি পথ, ছাঙ্গু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সিজনের দ্বিতীয় তুষারপাত। এবার নাথুলায়। উত্তর সিকিমের নাথুলা, ভারত-চিনের সীমান্ত। সেখানে তীব্র ঠান্ডা এখন।

আরও পড়ুন: Ram Mandir Rituals: ১২৫ কলসের জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা রামলালার! হাজির থাকবে ১৫০ দেশ...

আজ, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নাথুলায় তুষারপাত শুরু হয়েছে। তারপর থেকে ঘণ্টাখানেক তা চলেছে। তুষারপাতের পরে গোটা এলাকাটি যেন সাদা চাদরে ঢাকা পড়েছে বলে মনে হচ্ছিল। একেবারে স্বর্গীয় এক পরিবেশ।

প্রত্যেক পাহাড়প্রেমীই জীবনে একবার না একবার নাথুলা যেতে চান। নাথুলার ওই উচ্চতা, ওই রোমাঞ্চ, ওই সৌন্দর্য-- সবই টানে পর্যটকদের। এই অঞ্চলটি এখন ইকো-ট্যুরিজমের জন্য বিশিষ্ট। সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এখানে পৌঁছে যান পর্যটকেরা।

আরও পড়ুন: Ram Temple Gold Door: ৪২ সোনার দরজা রামমন্দিরে! 'তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে'?

নাথুলা অবশ্য বছরের এই সময়ের ট্যুরিস্ট স্পট নয়। ভয়ংকর ঠান্ডার জন্য সচরাচর এই সময়টায় কেউ যান না ওইদিকে। তবে আবহাওয়ার এই বদলে, তুষারপাতের খবর পেয়ে পর্যটকেরা দলে দলে ছুটছেন স্বর্গীয় এই দৃশ্যের সাক্ষী থাকতে। এর আগে, ক্রিসমাসের সময়ে এ অঞ্চলে তুষারপাত হয়েছিল। তখন প্রায় ২০০০ পর্যটক সেখানে আটকে পড়েছিলেন। ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করেছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.