২১ জুলাইয়ের আগেই বড়সড় ভাঙনের মুখে কংগ্রেস

আবার ঘর ভাঙছে কংগ্রেসের। এবারের ভাঙন আরও বড়সড়। রাজনৈতিক মহলে খবর, ২১ জুলাইয়ের আগে কমপক্ষে ৬ জন কংগ্রেস বিধায়ক দলবদল করছেন। কংগ্রেসের এক হেভিওয়েট নেত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে তাঁকে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, সর্বত্র একই আলোচনা। যদিও তিনি জানিয়েছেন, সবটাই গুজব।

Updated By: Jun 25, 2017, 09:38 AM IST

ওয়েব ডেস্ক : আবার ঘর ভাঙছে কংগ্রেসের। এবারের ভাঙন আরও বড়সড়। রাজনৈতিক মহলে খবর, ২১ জুলাইয়ের আগে কমপক্ষে ৬ জন কংগ্রেস বিধায়ক দলবদল করছেন। কংগ্রেসের এক হেভিওয়েট নেত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে তাঁকে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, সর্বত্র একই আলোচনা। যদিও তিনি জানিয়েছেন, সবটাই গুজব।

ভাঙতে ভাঙতে প্রায় তলানিতে। কংগ্রেস ছিল ৪৪।  ৯ জন তৃণমূলে যাওয়ার পর এখন কমতে কমতে ৩৫-এ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটি মন্তব্য জল্পনাকে আরও উসকে দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, এবার একসঙ্গে কংগ্রেস ছাড়তে চলেছেন ৬ জন বিধায়ক। নাম রয়েছে বাগদার দুলাল বরের। শোনা যাচ্ছে দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের নামও। মুর্শিদাবাদের অপূর্ব সরকার। তাঁর সঙ্গে মুর্শিদাবাদের আরও ৩ বিধায়ক।

তবে তৃণমূল সূত্রে খবর, সংখ্যাটা ৭-৮ ও হয়ে যেতে পারে। এভাবে কেন ঘর ভাঙছে কংগ্রেসের? উত্তর নেই।  তাহলে কী বিধানসভায় বিরোধী দলের তকমা হারাবে কংগ্রেস? কারণ, বিরোধী দল থাকতে গেলে কমপক্ষে ৩০ জন বিধায়ক প্রয়োজন হয়। যেভাবে দ্রুত দলবদলের হিড়িক চলছে, তাতে সংখ্যাটা ৩০-এর নীচে নামতে খুব বেশি সময় লাগার কথা নয়।

তবে জটিলতা কিন্তু থাকছেই। মানস ভুঁইঞা থেকে শঙ্কর সিং,  যাঁরা দল বদলাচ্ছেন, তাঁরা কিন্তু বিধানসভার ভেতরে খাতায় কলমে এখনও কংগ্রেস। বিধানসভায় কংগ্রেস  এখনও ৪৪। কারণ কী? বিধানসভায় দল বদলের কথা স্বীকার করলে পদত্যাগ করতেই হবে তাঁদের। তাই, বাইরে তৃণমূল হলেও ভেতরে এখনও কংগ্রেস। আর এই অঙ্কেই আপাতত নিশ্চিন্ত আব্দুল মান্নানরা।

আরও পডৃ়ুন, ঘাসফুলে যোগ দিলেন শঙ্কর সিং, 'কায়েমি স্বার্থ' বললেন অধীর চৌধুরী

.