হামলার আশঙ্কা! প্রজাতন্ত্র দিবসের আগে হাই অ্যালার্ট রাজ্যের ৫ স্টেশনে

রিজারভেশন ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Updated By: Jan 24, 2021, 02:19 PM IST
হামলার আশঙ্কা! প্রজাতন্ত্র দিবসের আগে হাই অ্যালার্ট রাজ্যের ৫ স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : দুদিন পরই প্রজাতন্ত্র দিবস। তার আগে হাই অ্যালার্ট জারি করা হল রাজ্যের ৫ স্টেশনে। জঙ্গিপুর, নিউ ফরাক্কা, মালদা, সাহেবগঞ্জ, জামালপুর স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 

জিআরপি ও আরপিএফ-এর তরফে যৌথ চেকিং চলছে। রবিবার সকাল থেকেই দফায় দফায় স্টেশন চত্বরে চেকিং চালানো হয়। স্টেশনে আগত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। রেললাইনে নেমেও চেকিং চালান GRP এবং RPF-এর জওয়ানরা। এর পাশাপাশি রিজারভেশন ছাড়া কাউকেই আজ থেকে আর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রেল। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে সতর্ক রেল পুলিস। প্লাটফর্মে নামা ও দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ চেক করে পুলিস। এমনকি ট্রেন চলাচলের পর ট্র্যাকও চেক করা হয়। সবমিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা। যাত্রীরা জানালেন পুলিসি নিরাপত্তায় সুরক্ষিত অনুভব করছেন তাঁরা।

আরও পড়ুন, রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করতেই নেতাজিকে অপমান করেছেন Mamata-জি : Kailash

.