Crime Petrol: ক্রাইম পেট্রল দেখেই বন্ধু অভিষেককে খুন সুজলের! ভাবাচ্ছে পুলিসকে...

সুজল সারাদিন টিভিতে ক্রাইম পেট্রল দেখত। বাড়ির কাছেই পিছন থেকে ভোজালি দিয়ে মেরে খুন করে সুজল।

Updated By: Feb 17, 2025, 06:09 PM IST
Crime Petrol: ক্রাইম পেট্রল দেখেই বন্ধু অভিষেককে খুন সুজলের! ভাবাচ্ছে পুলিসকে...

বিধান সরকার: সব সময় ক্রাইম পেট্রল দেখত! বন্ধুকে ছুরি মেরে খুনে অভিযুক্ত সুজল। রিষড়ায় যুবক খুনের ঘটনায় ধৃতকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস।একটি পুকুর থেকে উদ্ধার হল ভোজালি। ক্রাইম পেট্রোল দেখেই খুনের ছক কিনা lতা খতিয়ে দেখছে পুলিস।

১৪ জানুয়ারি ভর সন্ধ্যায় রিষড়া সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাশোয়ান। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস খুনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করে। ১১ তারিখ রিষড়া পি এল মুখার্জি রোড থেকে সুজল সাউ (২২) নামে এক যুবককে গ্রেফতার করে রিষড়া থানার পুলিস। শ্রীরামপুর মহকুমা আদালত পেশ করা হলে, অভিযুক্তকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আজ দুপুরে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে পুলিস। ধৃতের দেখানো মত পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় ধারালো ভোজালি। মৃত অভিষেকের দিদি সবিতা পাশোয়ান বলেন, আমার ভাই খুব ভালো ছিল। রেশন দোকানে কাজ করত আবার কলেজে পড়ত। সেই কাজ নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়। সুজল সারাদিন টিভিতে ক্রাইম পেট্রল দেখত। আমার একটাই ভাই ছিল। তার হত্যাকারীর ফাঁসি চাই।

পুলিস সূত্রে খবর, অভিষেক আর সুজল বন্ধু ছিল। সুজল একটা রেশনের দোকানে কাজ করত। সেই কাজ তার চলে যায়। তখন অভিষেক যে দোকানে কাজ করত সেই দোকানে কিছুদিন কাজ দেখে দেয়। সে সময় অভিষেক তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। কয়েকদিন পর সে আবার কাজে যোগ দিলে সুজলের কাজটা চলে যায়। সুজল অভিষেককে বলে, তার কাজের দরকার। অভিষেক তাকে একটা কাজ দেখে দেবে বলে। এতে সুজলের রাগ হয়।
 
এখন ঘটনার দিন অভিষেক যখন কাজ করে ফিরছিল বাড়ির কাছেই পিছন থেকে ভোজালি দিয়ে মেরে তাকে খুন করে সুজল। তারপর এলাকা থেকে চম্পট দেয়।পুলিস তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও ফোনের টাওয়ার লোকেশান দেখে ২৮ দিন পর সুজলকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে। এখন ক্রাইম পেট্রল দেখেই সুজল, অভিষেককে খুনের ছক করেছিল কিনা, তা খতিয়ে দেখছে রিষড়া থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.