গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
দু বছর আগে ভাতারের জোনোড়া গ্রামের বাসিন্দা সাবিহার সঙ্গে বিয়ে হয় নু নারী গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের।
নিজস্ব প্রতিবেদন: দু বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের দু মাস পর থেকেই স্বামীর আসল চেহারাটা দেখাছিলেন তিনি। শুধু স্বামীই নয়, শ্বশুরবাড়ির প্রত্যেকের প্রকৃত রূপটা স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর কাছে। তাই গার্হস্থ্য হিংসার শিকার হতে হল তাঁকেই। গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নু নারী গ্রামে।
আরও পড়ুন: ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার
দু বছর আগে ভাতারের জোনোড়া গ্রামের বাসিন্দা সাবিহার সঙ্গে বিয়ে হয় নু নারী গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের। মঙ্গলবার সকালে সাবিহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবার বাড়ির অভিযোগ, বিয়ের দু'মাস পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর অত্যাচার শুরু করে। এই নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে মীমাংসাও হয়। সাবিহার বাবা জানান, সোমবার ফিরোজ ফোন করে জানান সাবিহার মৃত্যুর কথা। ভাতার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফিরোজ পালিয়ে গেলেও, তাঁর বাবা ও কাকাকে গ্রেফতার করেছে পুলিস।