পণের দাবিতে গৃহবধূকে খুন সোনারপুরে
ওয়েব ডেস্ক : পণের দাবিতে সোনারপুরে গৃহবধূকে খুনের অভিযোগ। বনহুগলি এলাকায় বাড়ির মধ্যেই ইয়াসমিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধার। অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। পাঁচ বছর আগে আরিফ আলি মোল্লার সঙ্গে বিয়ে হয় ইয়াসমিনের। তাঁর বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গাড়ির চালক ছিলেন। দম্পতির এক বছর আট মাসের একটি ছেলেও রয়েছে। একটি স্টেশনারি দোকান চালাত আরিফ।
আরও পড়ুন, কথা না শোনায় সরকারি অফিসারকে রাস্তায় ফেলে পেটাল তৃণমূল নেতা
অভিযোগ, বিয়ের পর থেকেই ইয়াসমিনের ওপর অত্যাচার চলত। একাধিকবার মারধর করে বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। বারবারই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হত। আর্থিক অনটনে ভুগলেও ইয়াসমিনের পরিবারের পক্ষ থেকে লাখখানেক টাকা আরিফকে দেওয়া হয় ব্যবসার জন্য। একটি স্কুটারও কিনে দেওয়া হয়। তারপরও থামেনি অত্যাচার।
গতকাল বাড়িতে মেলে ইয়াসমিনের দেহ। শ্বশুরবাড়ির লোকজন বেপাত্তা। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইয়াসমিনের বাপের বাড়ির তরফে স্বামী, শ্বশুর সহ ছ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, গুরুং নেই, প্রতিষ্ঠা দিবসে পার্টি অফিসের দখল নিল বিনয় গোষ্ঠী