Cyclone Sitrang: সিত্রাংয়ে সিঁদুরে মেঘ! সর্বোচ্চ ১০০ কিমি বেগে ঝড়, রাজ্যে সাইক্লোনের কোথায় কেমন প্রভাব পড়বে?
সিস্টেমটি রিকার্ভ করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। তারপর আরেকটু ঘনীভূত হয়ে ২৪ তারিখ সকালে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরের উপর। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেও এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
দেবারতি ঘোষ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। কালীপুজোতেই সাইক্লোন! রাজ্যের কোথায় কেমন প্রভাব পড়বে সিত্রাংয়ের? কোথায় সিত্রাংয়ের প্রভাব পড়বে সবচেয়ে বেশি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। ভালো প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাতেও।
আবহাওয়া দফতর জানাচ্ছে, গতকালের নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আন্দামানের পশ্চিমে। সাগর থেকে এখন তার অবস্থান ১৪০৭ কিমি দূরে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামিকাল ২৩ তারিখ সকালে সিস্টেমটি আরও ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে। এরপরই এর মুভমেন্টে বদল আসবে। সিস্টেমটি রিকার্ভ করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। তারপর আরেকটু ঘনীভূত হয়ে ২৪ তারিখ সকালে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরের উপর। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেও এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ২৫ তারিখ সকালে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল পার করবে। তিনকোণা দ্বীপ ও সন্দীপের মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরফলে আমাদের রাজ্যে কী হতে পারে?
## কালীপুজোর দিন থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। ২৪ ও ২৫ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
## ২৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সতর্কতা ২৪ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
## ২৫ তারিখ বৃষ্টির পরিমাণ একটু কমবে। ২৫ তারিখ শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।
## আর ২৪ ও ২৫ অক্টোবর, দুদিনই মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বাকি অংশে। ২৪ তারিখ সন্ধ্যা থেকে ২৫ তারিখ সন্ধ্যা-রাত পর্যন্ত কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
## সেইসঙ্গে ঝড়ের সতর্কতাও থাকছে। ২৪ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪৫-৫৫ কিমি বেগে ঝড় হতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টায়। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড় হতে পারে ৩০-৪০ কিমি বেগে। হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ কিমি প্রতি ঘণ্টায়।
## ২৫ তারিখ হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৮০-৯০ কিমি বেগে ঝড় হতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘণ্টায়। পূর্ব মেদিনীপুরে ৬০-৭০ কিমি বেগে ঝড় হতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি। বাকি হাওড়া, হুগলি, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
## এখন ২৫ তারিখ আংশিক সূর্যগ্রহণও আছে। ফলে অমাবস্যা থাকার দরুণ জলস্তর বাড়বে। বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে বেজে ৫২ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৫টা ৪০-এ। সূর্যও অস্ত যাবে তখন। তবে কলকাতা থেকে এই আংশিক চন্দ্রগ্রহণ খুব বেশি দেখা যাবে না। বেঙ্গালুরু ও লখনৌ থেকে দেখা যাবে।
সতর্কতামূলক ব্যবস্থা-
## মৎস্যজীবীদের জন্য ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
## সুন্দরবন এলাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলা হয়েছে।
## উপকূল এলাকায় দিঘা, মন্দারমণি, সাগর, বকখালির মত পর্যটন কেন্দ্রগুলিতে ওয়াটার স্পোর্টস বন্ধ রাখতে বলা হয়েছে।
## কলকাতা সহ নিচু এলাকায় জল জমার সম্ভবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি পুরোপুরি বাংলাদেশে সরে যেতেই ২৬ তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ২৭ তারিখ আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।