Bikaner-Guwahti Train Accident: উত্তরবঙ্গে রেল দুর্ঘটনায় আহত ঠিক কতজন? সংখ্যা ঘিরে জোর 'চাপানউতোর'

৩৬, ৪২ না কি ৪৪? 

Updated By: Jan 14, 2022, 09:52 PM IST
Bikaner-Guwahti Train Accident: উত্তরবঙ্গে রেল দুর্ঘটনায় আহত ঠিক কতজন? সংখ্যা ঘিরে জোর 'চাপানউতোর'

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার বিকাল ৫টা। গুয়াহাটি যাওয়ার পথে ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। ওই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও বহু। কিন্তু সেই আহতদের সংখ্য়া নিয়েই তৈরি হয়েছে ধন্দ।

দুর্ঘটনার পর থেকে রেল কর্তারা, এমনকী শুক্রবার সকালে রেলমন্ত্রী স্বয়ং জানিয়েছেন ৩৬ জন আহত হয়েছেন। বিকেলে রেলের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও ৩৬ জন আহতের নাম প্রকাশিত হয়েছে। কিন্তু শুক্রবার সকালে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর অন্যা তথ্য দেন। তিনি জানান, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express) দুর্ঘটনায় ৪২ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ৩৬ জন জলপাইগুড়ি জেলায় এবং ৬ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এমনকী বিকেলে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসুও রেল দুর্ঘটনায় আহতদের ৪৪ জনের নাম প্রকাশ করেছেন। সব মিলিয়ে রেল দুর্ঘটনায় আহতদের সংখ্যা নিয়ে একটা চাপানউতোর দেখা দিয়েছে৷

দুর্ঘটনার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন,  ''কী কারণে এই ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ তদন্ত করে দেখা হবে আর চেষ্টা করা হচ্ছে আগামীদিনে যাতে কোনো ভাবে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। যান্ত্রিক ত্রুটি হোক অথবা অন্য কোনো কারণ হোক সেই কারণটিকে খুঁজে বের করা হবে। এখনই কিছু বলা সম্ভব নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারণ বলা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি তদন্ত করা হবে, তদন্তে অনেক গুলো বিষয় রয়েছে।'' 

দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ, গুরুতর আহতদের ১ লক্ষ এবং যাঁরা কম চোট পেয়েছেন তাঁদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেলমন্ত্রক (Indian Railways)। এছাড়া চালক এবং কো-পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে। এক পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন, প্রবল গতিতে ট্রেন চালানোর অভিযোগ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৭৯, ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Amal Acharjee: দলে ফিরলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে! 'দলবদলু' নেতার বিরুদ্ধে অভিষেককে চিঠি জেলা নেতৃত্বের

আরও পড়ুন: Kalna Student Death Controversy: 'টিকা নিতেই পেটে ব্যথা, দুর্বল হয়ে যায় শরীর' ছাত্রের মৃত্যু ঘিরে জোর চাঞ্চল্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.