ভরা বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় হাওড়া শহর

উদ্যোগ নিয়েও বন্ধ করা যায়নি প্লাস্টিক ব্যবহার। বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতেই জমছে জল। ভরা বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় হাওড়া শহর । কার্যত অসহায় পুরসভা ।

Updated By: Jun 30, 2017, 10:51 AM IST
ভরা বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় হাওড়া শহর

ওয়েব ডেস্ক: উদ্যোগ নিয়েও বন্ধ করা যায়নি প্লাস্টিক ব্যবহার। বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতেই জমছে জল। ভরা বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় হাওড়া শহর । কার্যত অসহায় পুরসভা ।

এখনও আড়মোড়া ভাঙেনি আকাশ। তাতেই এই অবস্থা। মধ্য হাওড়ার পঞ্চানন তলা রোড, চার্চ রোড, রামচরণ শেঠ রোডে চলতে হবে প্যান্ট গুটিয়ে। ভিলেন প্লাস্টিক। নিকাশি সঙ্কটে প্লাস্টিকের ভূমিকা কী, কারও অজানা নয়। কিন্তু, নিষেধ করেও বন্ধ করা যায়নি প্লাস্টিকের ব্যবহার। নিকাশি নালা থেকে ডাস্টবিন। শহরের যত্রতত্র, সর্বত্র প্লাস্টিকের অবাধ অপস্থিতি। এজন্য পুরসভাকেই দূষছেন এলাকাবাসী।

একটু ভারী বৃষ্টিতেই ডুবতে পারে শহর। বিপদ সম্পর্কে অবগত পুরসভাও। কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন মেয়র। জল জমলেও তা যাতে দ্রুত নেমে যায়, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে পুরসভা । সে কাজ কতটা কী হল তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই।  

মিরিক পুরসভার ভাইস চেয়ারম্যান MK জিম্বার বাড়িতে হামলা

.