HS Result 2022: নজিরবিহীন! উচ্চমাধ্যমিকে প্রথম দশে ২৭২ জন, শীর্ষে দিনহাটার অদিশা

উর্দু ভাষায় প্রথম ক্যালকাটা মাদ্রাসার মহম্মদ বিলাল (৪৮৬), নেপালি ভাষায় প্রথম কালিম্পং গার্লস হাইস্কুলের রিয়া কালিকোটে (৪৭৭), সাঁওতালি ভাষায় প্রথম বাঁকুড়ার শিলি টুডু (৪৮৮)।

Updated By: Jun 10, 2022, 12:32 PM IST
HS Result 2022: নজিরবিহীন! উচ্চমাধ্যমিকে প্রথম দশে ২৭২ জন, শীর্ষে দিনহাটার অদিশা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও (HS Result 2022) জেলার জয়জয়কার। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় (Higher Secondary Merit List) এবার নজিরবিহীনভাবে প্রথম দশে স্থান করে নিয়েছেন ২৭২ জন। প্রথম পাঁচে আছেন ২৫ জন। এবার উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন। যার কথা উল্লেখ করেন পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজেও। ভালো রেজাল্ট করেছে কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলও। এবারের মেধাতালিকায় অনেকগুলি স্থান দখল করেছে এই দুই স্কুলের কৃতী পড়ুায়ারা।

অন্যদিকে এবার উচ্চমাধ্যমিকে উর্দু ভাষায় প্রথম হয়েছেন ক্যালকাটা মাদ্রাসার মহম্মদ বিলাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬। নেপালি ভাষায় প্রথম হয়েছেন কালিম্পং গার্লস হাইস্কুলের রিয়া কালিকোটে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৭ । এর পাশাপাশি সাঁওতালি ভাষায় প্রথম হয়েছেন বাঁকুড়ার শিলি টুডু। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮।

একনজরে মেধাতালিকার প্রথম পাঁচ:

প্রথম একজন, প্রাপ্ত নম্বর ৪৯৮-  
অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার 

দ্বিতীয় একজন, প্রাপ্ত নম্বর ৪৯৭-
সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর

তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৬-
রোহিন সেন, পাঠভবন কলকাতা 
সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল 
অভীক দাস, কাটোয়া কাশীদাম দাস ইন্সটিটিউট 
পরিচয় পারি,  জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর

চতুর্থ ৮ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫- 
সৌম্যদীপ মন্ডল, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
কিংশুক রায়, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
প্রীতম মিদ্যা, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়ন, পশ্চিম মেদিনীপুর
অর্পিতা মন্ডল, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া
অনুষ্কা ভট্টাচার্য, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার 
তিত্রি ব্যানার্জি, আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি
আনন্দরূপা ব্যানার্জি, রহিমপুর নবগ্রাম হাইস্কুল, হুগলি
নীতিশ কুমার হালদার, হুগলি ব্রাঞ্চ স্কুল

পঞ্চম ১১ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪-
চন্দ্র মন্ডল, হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন, হুগলি
দেবাঙ্ক সাহা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, উত্তর ২৪ পরগনা
সায়ন্তিকা ভুঁইয়া, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
সানা দাস, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
কোয়েল চক্রবর্তী, ওন্দা হাইস্কুল, বাঁকুড়া
দিৎসা সূত্রধর, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার
সোমনাথ পাল, বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন
প্রভাত দত্ত, সোনামুখি বিজে হাইস্কুল, বাঁকুড়া
কে এইচ মুসাইত নওয়াজ, দক্ষিণডিহি হাইস্কুল, হুগলি
অদিতি সাহানা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার
বিষ্ণু পাত্র, পাথরমোড়া হাইস্কুল, বাঁকুড়া

আরও পড়ুন, WBCHSE HS Results Live Update: প্রথম অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮, দ্বিতীয় সায়নদীপ সামন্ত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.