South Dinajpur: পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়ুল দিয়ে খুন স্বামীর!
মৃতদেহের মাথায় ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বছর কয়েক আগে তাদের দেখাশোনা করেই বিয়ে হয়।
শ্রীকান্ত ঠাকুর: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর আর এই সন্দেহেই নিজের স্ত্রীকে গাছের ডাল কাটার কুড়ুল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসবাড়ি এলাকায়। জানা গেছে মৃতার নাম সুচিত্রা মাহাতো(২৮)। পুলিশ তদন্ত শুরু করতেই মূল দুই অভিযুক্ত আটক করেছে। সুচত্রা মাহাতের স্বামী হেমন্ত মাহাতো ও শ্বশুর খগেন্দ্রনাথ মাহাতোকে আটক করেছে হিলি থানার পুলিশ। শনিবার বিকেলে হিলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতার বাপের বাড়ির তরফ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতে পুরো ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির মাত্র ১৫০ মিটার দূরে এটা ফাঁকা জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায় সুচিত্রা মাহাতোর দেহ । সুচিত্রা মাহাতোর বাবা অভিরাম মাহতের অভিযোগ মাথায় ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন দেখেছেন তারা তাদের প্রাথমিক অনুমান গাছ কাটার কুড়ুল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে যার জেরেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর । মৃতা গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এই সন্দেহে স্বামী তাকে মারধর করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বছর কয়েক আগে তাদের দেখাশোনা করেই বিয়ে হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে। শনিবার এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন গৃহবধুর বাবার বাড়ির তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মূল দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ বোঝা যাবে। মৃতদেহে আঘাতের চিহ্ন বলে যেটা দাবি করা হয়েছে সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন, ITI College Teacher: গভীর রাতে ছাত্রীদের হোয়াটসঅ্যাপে কল, অশ্লীল মেসেজ ITI কলেজের শিক্ষকের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)