Arambag: পরকীয়ার জের! স্ত্রীকে মেরে থানায় হাজির স্বামী...
Arambag: বাড়িতে ছেলের সঙ্গে বৌমার অশান্তি হয়েছিল। তারপর তাঁকে রাতে খুন করে ছেলে ভোরবেলা আরামবাগ থানায় চলে যায় ও নিজেই ধরা দেয়।
দিব্যেন্দু সরকার: স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে ভোরবেলা নিজের বাড়িতে স্ত্রীকে খুন করে সোজা থানায় পৌঁছে গেলেন স্বামী। স্বামী নিজেই থানায় ধরা দিয়ে বললেন, 'স্ত্রীকে খুন করেছি'। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের সালেপুরের দাস পাড়া এলাকায়। আবার নিজের মুখে স্বীকারোক্তি শুনে হতবাক পুলিস কর্তাও। বিশ্বাস না হওয়ায় বাড়িতে পুলিস যায়। গিয়ে দেখে সত্যিই গৃহবধূর নিথর দেহ পড়ে আছে ঘরেতেই।
ঘটনাটি ঘটেছে রবিবার। জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় বাসিন্দা অভিজিত্ দাস। তাঁর বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। তার দুই সন্তানও আছে। অভিজিৎ দাসের মায়ের অভিযোগ, ওঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। প্রায় অশান্তি হত। ছেলে সোনার কাজ করে। বাড়িতে ছেলের সঙ্গে বৌমার অশান্তি হয়েছিল। তারপর তাঁকে রাতে খুন করে ছেলে ভোরবেলা আরামবাগ থানায় চলে যায় ও নিজেই ধরা দেয়।
আরও পড়ুন:Darshan Raval: চুপিসারে বিয়ে সারলেন দর্শন রাভাল! পাত্রী কে জানেন?
ঘটনার খবর জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। এরপর খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিস। পুলিস এসে গৃহবধুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিস জানিয়েছে মৃতা গৃহবধূর নাম ঋতু দাস(৩২)।
মৃত গৃহবধূর নাবালক বড় সন্তান জানিয়েছে, মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল রাতে। তারপর আর কিছু জানি না। এর পরেই সকালে দেখি মায়ের দেহ পড়ে আছে ঘরেতেই। আর বাবাও নেই। এদিকে মৃতার বাবা গুরুপদ নন্দী বলেন, আমি কিছুই জানি না। মেয়ের সঙ্গে আমার দীর্ঘ দিন কোনও সম্পর্ক নেই। আজ আমাকে থানা থেকেই ফোন করেছিল। পুলিসই জানায় যে আমার মেয়েকে নাকি খুন করেছে জামাই। ওঁর এর আগেও এক বার বিয়ে হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)