Jalpaiguri: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর; দলেরই কয়েকজন প্ররোচনা দিয়েছে: TMC কাউন্সিলর
তৃণমূলে গোষ্ঠীকোন্দলের জের?
নিজস্ব প্রতিবেদন: দলে গোষ্ঠীকোন্দলের জের? বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূল (TMC) কাউন্সিলরের স্বামী। হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে (Jalpaiguri)।
জলপাইগুড়ি পুরসভায় এবার কার্যত নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল (TMC)। ২৫ ওয়ার্ডের পুরসভার ২২টিতেই জিতেছেন রাজ্য শাসকদলের প্রার্থীরা। ২টি কংগ্রেস, ১ টি ওয়ার্ড গিয়েছে সিপিএমের দখলে।
আরও পড়ুন: Birbhum: মাড়গ্রামে চৌবাচ্চায় বোমা, উদ্ধার করল পুলিস
জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস সরকার। এদিন সন্ধ্যায় বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর শান্তনু সরকার। তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান, জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন তিনি।
আরও পড়ুন: Howrah: কলসেন্টারের আড়ালে প্রতারণার কারবার! বেলুড়ে গ্রেফতার ১৩
কীভাবে এই ঘটনা ঘটল? কাউন্সিলর পৌষালি দাস সরকারের দাবি, 'পুরভোটে আগে থেকেই দলের চক্রান্ত চলছিল। আমার স্বামীকে দলের বেশ কয়েকজন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। বিষয়টি দলের নেতৃত্বকে জানাব'। আর পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত দাস বলেন, 'দলীয়ভাবে যদি জানান, তাহলে খতিয়ে দল নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে'।