'জয় শ্রী রাম' কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে বদলি হলেন জগদ্দল থানার ওসি
বৃহস্পতিবারের এই ঘটনার পরদিনই বদলি করা হল জগদ্দল থানার আইসি চন্দ্রশেখর দাসকে। তার জায়গায় জগদ্দলের আইসি হয়েছেন বোলপুরের সার্কেল ইন্সপেক্টর অরিন্দম মুখোপাধ্যায়। সিআইজির ইন্সপেক্টর সুমন্ত বিশ্বাস গিয়েছেন অরিন্দমবাবুর পদে।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর কনভয়ের যাওয়ার সময় রাস্তার পাশে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বদলি হলেন জগদ্দল থানার আইসি। জগদ্দল থানার আইসি চন্দ্রশেখর দাসকে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভোট পরবর্তী হিংসা কবলিত নৈহাটিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান জগদ্দল থানা এলাকার নৈহাটি নদিয়া জুটমিল ও রিলায়েন্স জুটমিলের সামনে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় 'জয় শ্রী রাম' ধ্বনী দেন স্থানীয়রা। তা শুনে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দেন উপস্থিত জনতাকে। ঘটনায় শুক্রবার ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস।
বৃহস্পতিবারের এই ঘটনার পরদিনই বদলি করা হল জগদ্দল থানার আইসি চন্দ্রশেখর দাসকে। তার জায়গায় জগদ্দলের আইসি হয়েছেন বোলপুরের সার্কেল ইন্সপেক্টর অরিন্দম মুখোপাধ্যায়। সিআইজির ইন্সপেক্টর সুমন্ত বিশ্বাস গিয়েছেন অরিন্দমবাবুর পদে।
নৈহাটি পুরসভা হাতে রাখতে মরিয়া সরকার, আস্থা ভোট এড়াতে নিয়োগ প্রশাসক
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হিংসা ছড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে নৈহাটিতেও। সেখানে প্রায় ৪০০ তৃণমূল কর্মী ঘরছাড়া হন বলে দাবি দলের। নৈহাটি পুরসভার তৃণমূলি পুরপ্রধানকে মারধর করে পুরভবন থেকে বার করে দেয় স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নৈহাটি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিকে রুখতে 'জয় হিন্দ' বাহিনী গড়ার নির্দেশ দেন তিনি।