বেআইনি মাছ ধরা রুখতে গিয়ে গ্রামবাসীদের হাতে গুরুতর আহত ৫ বনকর্মী

মঙ্গলবার সকালে সংরক্ষিত অঞ্চলে অবৈধভাবে মাছ ধরাকে রুখতে গিয়ে আক্রান্ত হন বনকর্মীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ বনকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামগঙ্গায়।

Updated By: Jul 9, 2019, 04:49 PM IST
বেআইনি মাছ ধরা রুখতে গিয়ে গ্রামবাসীদের হাতে গুরুতর আহত ৫ বনকর্মী

নিজস্ব প্রতিবেদন: ধানচি বিট অফিসে হামলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সংরক্ষিত অঞ্চলে অবৈধভাবে মাছ ধরাকে রুখতে গিয়ে আক্রান্ত হন বনকর্মীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ বনকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামগঙ্গায়। ঘটনায় স্বাভাবিকভবেই চিন্তায় বনদফতরের কর্মীরা। 

আরও পড়ুন: ইস্যু কাটমানি: বাবার বিরুদ্ধে সরব ছেলে, টাকা ফেরত চেয়ে গ্রামবাসীদের নিয়ে চলল অবস্থান-বিক্ষোভ

জানা গিয়েছে, এদিন বনকর্মীরা গোপন সূত্রে খবর পান, বন দফতরের সংরক্ষিত অঞ্চলে ঢুকে পড়ে অবৈধভাবে মাছ ধরছে মৎস্যজীবীদের কয়েকটি নৌকা। তাঁদের আটক করেন বনকর্মীরা। এরপরই বনকর্মীদের উপর চড়াও হয় শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় ধামচি বিট অফিস। রেঞ্জ অফিসার স্বপন মাইতি-সহ ৫ জন বনকর্মীকে মারধর করে গ্রামবাসীরা। যার মধ্যে ১ জনকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।

গত এপ্রিলে দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের ডিএফও সন্তোষা জিয়া গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। একটি বাঘের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে গেলে তাঁদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। পর পর এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। 

 

Tags:
.