গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত ৩,১৮৮ জন; মৃত ৬২
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৯৬১ জন। রাজ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন মোট ২,২২,৮০৫ জন।
![গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত ৩,১৮৮ জন; মৃত ৬২ গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত ৩,১৮৮ জন; মৃত ৬২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/29/277692-untitled-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে, মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এরপরেও রাজ্যের সামগ্রিক চিত্রটা উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৩,১৮৮ জন। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩,৭৬৮। ২৯ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে এ মুহূর্তে সক্রিয় কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ২৬,০৬৪ জন।
আরও পড়ুন: জাতীয় সড়ক দিয়ে হু হু করে জল বইছে, প্রমাদ গুনছে রায়গঞ্জবাসী
গত ১ দিনে রাজ্যে মোট ৬২ জন করোনা রোগীর মৃত্য়ু হয়েছে। সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪,৮৯৯ জনের। তবে সুস্থতার পরিসংখ্যানই এখন আশার আলো রাজ্যবাসীর কাছে। সরকারি তথ্য বলছে ২৯ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৮৭.৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৯৬১ জন। রাজ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন মোট ২,২২,৮০৫ জন।
কোভিড সংক্রমণের যে পরিসংখ্যানে এতদিন লাগাতার দুশ্চিন্তা বজায় ছিল, সেখানেই কী এবার স্বস্তির আগমণী বার্তা। গত কয়েকদিনের সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। শুধু তাই নয়, তথ্য বলছে, পরীক্ষা বাড়লেও সেই অনুপাতে সংক্রমণের গ্রাফ ক্রমশ নিচের দিকেই নামছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কী সর্বোচ্চ পর্যায়ের সংক্রমণের ধাপ আমরা পেরিয়ে আসছি। এবার কী তবে শুধুই সংক্রমণ কমার পালা? স্পষ্ট করে এখনই কিছু বলা না গেলেও, পরপর কোভিড গ্রাফ দেখে অনেকটাই তেমন আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।