"মঞ্জু বসুকে প্রার্থী করা আমার ভুল", ক্ষমাপ্রার্থী মুকুল

নোয়াপাড়ার প্রার্থী নিয়ে দু:ক্ষ প্রকাশ করেছেন। এদিন মুকুল বলেন, প্রবল চাপের মুখে পড়েছিলেন মঞ্জু বসু। তাই তিনি রাজি হয়ে ও পিছিয়ে যান।

Updated By: Jan 10, 2018, 11:24 PM IST
"মঞ্জু বসুকে প্রার্থী করা আমার ভুল", ক্ষমাপ্রার্থী মুকুল

নিজস্ব প্রতিবেদন: "নোয়াপাড়া বিধানসভার উপ নিবাচনে মঞ্জু বসুকে বিজেপি প্রার্থী করা আমার ভুল হয়েছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী"। প্রকাশ্যে মঞ্চে আজ ভাবেই ক্ষমা চাইলেন মুকুল রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তিনি আজ নোয়াপাড়ার প্রার্থী নিয়ে দু:ক্ষ প্রকাশ করেছেন। এদিন মুকুল বলেন, প্রবল চাপের মুখে পড়েছিলেন মঞ্জু বসু। তাই তিনি রাজি হয়ে ও পিছিয়ে যান।

আরও পড়ুন- মোদী সরকারের প্রশংসায় বিশ্বব্যাঙ্ক, এবছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭.৩ শতাংশ

অন্যদিকে, বুধবার ফের বিশ্ববাংলা লোগো নিয়ে তোপ দাগেছেন মুকুল রায়। তবে শুধু বিশ্ববাংলা নয়, জাগোবাংলার মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা মুকুল। আজ পানিহাটি গোশালার মাঠে জাগরণ যাত্রার সভা মঞ্চে এই কথা বলেন তিনি। পানিহাটির সভায় স্থানীয় বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষের পরিবারতন্ত্রের প্রভাব নিয়েও ব্যাঙ্গ করেন মুকুল।

আরও পড়ুন- দোলা দাপুটে, মানলেন পোড় খাওয়া মন্ত্রীরাও

 

.