দুর্নীতি দেখলে ফের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারি, আক্রমণ বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের

দুর্নীতি আর রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি আবারও মামলা করতে পারেন। প্রচারে বেরিয়ে তৃণমূলকে আবারও কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

Updated By: Apr 1, 2019, 12:40 PM IST
দুর্নীতি দেখলে ফের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারি, আক্রমণ বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের

নিজস্ব প্রতিবেদন: দুর্নীতি আর রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি আবারও মামলা করতে পারেন। প্রচারে বেরিয়ে তৃণমূলকে আবারও কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

 

সম্প্রতি তৃণমূল বিকাশবাবুকে মামলাবাজ ও উন্নয়নে বাধা সৃষ্টিকারী বলে আক্রমণ করেছিল। সোমবার সকালে সোনারপুরে প্রচারে বেরিয়ে তার জবাব দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ''তৄণমূলের দুর্নীতি দেখলেই এবং রাজ্য সরকারের অপশাসন দেখলেই আমি ফের মামলা করব।''

ফের তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম
সম্প্রতি তৄণমূল কর্মীদের দৌড় করিয়ে এলাকাছাড়া করবেন বলে সুর চড়িয়েছিলেন বিকাশরঞ্জনবাবু।  তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ আনা হয়, বিকাশরঞ্জন ভট্টাচার্য ভয় দেখাচ্ছেন ৷
 এই বিষয়ে বিকাশবাবুর যুক্তি, সমাজবিরোধীদের উদ্দেশে তিনি এই শব্দ ব্যবহার করেছিলেন ৷ সোমবার সকালে সোনারপুরের কামরাবাদ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় ৷ কামরাবাদ থেকে শুরু করে এই মিছিল রাজপুর ও সোনারপুর পৌরসভা এলাকার ৯,১০,১১ নম্বর ওয়ার্ড ঘোরে।  বাজার এলাকা ঘুরে, মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের অভাব অভিযোগ শোনেন বিকাশবাবু। প্রচারের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধির ওপরই জোর দিচ্ছেন তিনি।  

.