পুলিস-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র জগদ্দলে, আহত ৫ পুলিসকর্মী
অবরোধ তুলতে পুলিস আসে ঘটনাস্থলে। ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিস জনতা খন্ডযুদ্ধে গুরুতর আহত হন ৫ পুলিসকর্মী। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। পাল্টা ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা।
নিজস্ব প্রতিবেদন: পুলিসি অভিযান ঘিরে ধুন্ধুমার জগদ্দলের ঘোষপাড়ায়। জানা গিয়েছে, গতকাল জগদ্দল বাজারে তল্লাসি চালায় পুলিস। সেখান থেকেই বেশ কিছু বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ দোকানপাঠ ভাঙচুর করে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে এলাকায়।
আরও পড়ুন: বোমা-গুলির লড়াইয়ে রণক্ষেত্র ডোমকল, খুন তৃণমূল নেতার ছেলে-দাদা
ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন জগদ্দল বাজারের ব্যবসায়ীরা। দোকান পাঠ ভাঙচুর-সহ একাধিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অবরোধ তুলতে পুলিস আসে ঘটনাস্থলে। ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিস জনতা খণ্ডযুদ্ধে গুরুতর আহত হন ৫ পুলিসকর্মী। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। পাল্টা ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় পুলিসের গাড়িও। ঘটনায় থমথমে ঘোষপাড়া। এলাকায় চলছে রুটমার্চ। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিসের বিশাল বাহিনী। এখনও অবরোধ চলছে। বন্ধ যান চলাচল। উল্লেখ্য, কোনও রাজনৈতিক পরিচিতি এখনও পাওয়া যায়নি।