ঝাড়গ্রামে মহিলাকে গলাকেটে খুন, এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার স্বামী-সহ ২
তদন্তে নেমে সোমবার রাতে ওই মহিলার স্বামী মাসিং মান্ডি ও তার স্বামীর আত্মীয় ডমন হেমব্রমকে গ্রেফতার করে পুলিস
নিজস্ব প্রতিবেদন: গত ৩০ জুন ঝাড়গ্রাম শহরের চাঁদাবিলায়ে খুন হন এক মহিলা। সেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন ওই মহিলার স্বামীও।
আরও পড়ুন-বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির; এমন দলদাস স্পিকার দেখিনি: Suvendu
শহরের ৫ নম্বর ওয়ার্ডের এক ভাড়া বাড়িতে থাকতেন মাইনো মান্ডি নামে ওই মহিলা। স্বামী, সন্তানকে ছেড়ে বাপি হেমব্রম নামে এক ব্যক্তির সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। গত ৩০ জুন তাঁকে গলা কেটে খুন করা হয়। পুলিসের সন্দেহ ছিল বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক ওই খুনের পেছনে থাকতে পারে।
আরও পড়ুন-বিনা অ্যাপয়েন্টমেন্টে তুষার মেহতার বাড়িতে ঢোকার চেষ্টা কুণাল ঘোষের
তদন্তে নেমে সোমবার রাতে ওই মহিলার স্বামী মাসিং মান্ডি ও তার স্বামীর আত্মীয় ডমন হেমব্রমকে গ্রেফতার করে পুলিস। আজ ওই দুজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাদের ৬ দিন পুলিস হেফাজতে নির্দেশ দেন । গৃহবধূকে খুনের ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিস ধৃত ২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)