BJP-র ৫ রথযাত্রার সূচনা করতে আসছেন নাড্ডা-শাহ, রবিবার রাজ্যে Modi

এদিন বৈঠক সম্পর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলায় ৫টি পরিবর্তন রথযাত্রা বের হবে।  আগামী ৬ ফেব্রুয়ারি ওই রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা

Updated By: Feb 3, 2021, 12:17 AM IST
BJP-র ৫ রথযাত্রার সূচনা করতে আসছেন নাড্ডা-শাহ, রবিবার রাজ্যে Modi

নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের কথা কথা মাথায় রেখে এমাসে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। আর সেই যাত্রার সূচনা করতে এমাসে বাংলায় আসেছেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।  আাগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পরদিন অর্থাত্ ৭ তারিখ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। তিনি অবশ্য আসবেন একটি সরকারি কর্মসূচিতে। ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস : Partha

দিল্লিতে আজ বিজেপির কোর কমিটির জরুরি বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh ) বলেন, আগে থেকেই ঠিক ছিল রাজ্যের ৫টি জোন থেকে ৫টি পরিবর্তন রথযাত্রা বের হবে। এর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। আগামী ৬ তারিখ নবদ্বীপ থেকে নাড্ডাজির হাত দিয়ে প্রথম রথযাত্রার উদ্বোধন হবে। ফের তিনি আসবেন ৯ তারিখ। সেদিন ২টি যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন ১১ ফেব্রুয়ারি। কোচবিহার থেকে তিনি একটি রথযাত্রার সূচনা করবেন। শেষ যাত্রাটি হবে কাকদ্বীপ থেকে। তার তারিখ এখনও ঠিক হয়নি। এক একটি যাত্রা চলবে  ২৫-৩০ দিন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী রাজ্য সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী সরকারি কাজে হলদিয়া যাচ্ছেন। ওই দিন দলের তরফে একটি সভা হবে। এর জন্য তাঁর কাছে আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যে রথযাত্রা  করতে চেয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য সরকার তার অনুমতি দেয়নি। এবার যদি সেই একই জিনিস হয় তাহলে কী হবে? দিলীপ ঘোষ বলেন, এরকম হলে তার ব্যবস্থা হবে। পরিস্থিতি দেখে পদক্ষেপ নেব।   

উল্লেখ্য, মঙ্গলবার আচমকাই শুভেন্দু-রাজীবকে বৈঠকে ডাকে বিজেপি। এনিয়ে জল্পনা তৈরি হয় রাজ্য রাজনীতিতে। গেরুয়া শিবির সূত্রে খবর, এমাসেই রাজ্যে আসছেন জে পি নাড্ডা। আসছেন প্রধানমন্ত্রীও। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর সফর নিয়ে বিস্তারিত পরিকল্পনা হবে ওই বৈঠকে। এদিন বারুইপুরের সভা শেষে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন রথযাত্রা হবেই। তড়িঘড়ি দিল্লিতে কোর কমিটির বৈঠক আমাকে ডাকা হয়েছে। আমি প্রস্তুত ছিলাম না জরুরি ভিত্তিতে যাচ্ছি। নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন-এখনই কার্যকর হচ্ছে না CAA, আরও ৩ মাস সময় কেন্দ্রকে

এদিকে, একুশের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে একাধিক কর্মসূচি করছে বিজেপি। সেইসব কর্মসূচির কতটা কার্যকর হচ্ছে তার ফলাফল নিয়েও আলোচনার সম্ভাবনা ছিল বৈঠকে। আজকের বৈঠকে ছিলেন শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্যরা। একুশের নির্বাচনের আগে বাংলায় একাধিক বার প্রচারে যাবেন প্রধানমন্ত্রী, জে পি নাড্ডা, অমিত শাহ(Amit Shah) সহ বিজেপির শীর্ষ নেতারা। তাঁদের প্রচারের রূপরেখা কী হবে তা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। 

এদিন বৈঠক সম্পর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলায় ৫টি পরিবর্তন রথযাত্রা বের হবে।  আগামী ৬ ফেব্রুয়ারি ওই রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। ১১ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ওই যাত্রার সূচনা করবেন কোচবিহার থেকে।

.