Justice Abhijit Gangopadhyay: শুনানির মাঝেই আদালত ছেড়ে মেখলিগঞ্জে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন?

পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমে অসঙ্গতি? কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছেন নির্দল প্রার্থী-সহ ১০ জন। এদিন শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।  

Updated By: Aug 24, 2023, 10:00 PM IST
Justice Abhijit Gangopadhyay: শুনানির মাঝেই আদালত ছেড়ে মেখলিগঞ্জে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন?

প্রদ্যুৎ দাস: সিসিটিভি ফুটেজ চলল না এজলাসে! তাহলে? পঞ্চায়েত সংক্রান্ত মামলায় কোচবিহারের মেখলিগঞ্জে হাজির স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমস্যা অবশ্য মেটেনি। মামলাটি স্থানান্তরিত করা হল কলকাতা হাইকোর্টে মূল বেঞ্চে।

আরও পড়ুন: Siliguri: পরিচিত ২ যুবককে ধরতেই ফাঁস সবকিছু, শিলিগুড়ির বহুতলে মহিলা খুনের রহস্যভেদ পুলিসের

পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমে অসঙ্গতি? মামলা গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছেন নির্দল প্রার্থী-সহ ১০ জন। এদিন শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।

মামলাকারীর আইনজীবী বলেন, 'আমাদের যে মামলা হয়েছিল। চ্যাংরাবান্ধা ব্লকে নির্বাচনের পর স্ট্রং রুমে কিছু এমন কাজ হয়েছিল, যেটা হওয়া উচিত নয়। আদালত সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিলেন। আজ কোর্টে যখন সিসিটিভি ফুটেজ আসে, তখন ওটা চলে না। আদালত যখন জিজ্ঞাসা করলেন, কেন চলছে না। যিনি এসেছিলেন, টেকনিক্যাল পার্সন, তিনি বলেছিলেন, একটা সফটওয়্যারের দরকার, সেটা এই মুহুর্তে মেখলিগঞ্জে পাওয়া যাবে'। 

আদালত স্থগিত রেখে জলপাইগুড়ি থেকে কোচবিহারের মেখলিগ়ঞ্জে যান বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানকার কোর্টেই সিসিটিভি ফুটেজটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  তারপর? বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, 'যারা ভিডিয়োটা করেছিলেন, যে সংস্থাকে দেওয়া হয়েছিল, তারা বলেছিল, এখানে এসে চালানো যাবে। কিন্তু এখানে একটি টেকনিক্য়াল কারণে আটকে গেল, দেখতে পেলাম না। ফিরে যাচ্ছি'।

আরও পড়ুন: Durgapur Death: হস্টেলের ফাঁকা ঘরে পচাগলা দেহ! দুর্গাপুরে ছাত্রের রহস্যমৃত্যু...

ঘড়িতে তখন ৮টা। রাতে ফের মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। স্ট্রং রুমে সিসিটিভি ফুটেজটি  হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চের টেকনিক্যাল বিশেষজ্ঞদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলা পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.