শাহকে ফোন কৈলাসের, সুনীলের ওপর 'হামলা' জুড়লেন নাড্ডার কনভয়ে 'হামলা'র সঙ্গে
কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শনিবারের ঘটনা তারই প্রমাণ দেয়।
নিজস্ব প্রতিবেদন: সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডলের গাড়ির উপর হামলা নিয়ে ক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি সূত্রের খবর পাশাপাশি অমিত শাহকে ফোনও করেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শনিবারের ঘটনা তারই প্রমাণ দেয়।
আরও পড়ুন: ২০২১ সালে উচ্চমাধ্যমিকের নির্ধারিত সূচি বদলাচ্ছে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
সুনীল মন্ডলের গাড়ির উপর শনিবারের 'হামলা' কয়েকদিন আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর 'হামলা'র সমতুল্য বলে মনে করছে রাজ্য বিজেপি। দু-টি ঘটনাকেই নজিরবিহীন হিসেবে তুলে ধরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগকে আরও জোরদার করতে চাইলেন কৈলাস। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথমে চিঠি ও পরে ফোন করে সার্বিক রিপোর্ট দেন বলেই জানা গিয়েছে।
সাংসদ সুনীল মণ্ডলের (Sunil Monal)গাড়িকে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় বিজেপির (BJP) হেস্টিংস অফিস চত্বরে। তৃণমূল-বিজেপি, দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, শুভেন্দু সহ তৃণমূল (TMC) থেকে বিজেপিতে আসা ৪৩ জনকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে আজ বিজেপির। সেই কারণেই সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি যখন বিজেপি অফিস চত্বরে এসে পৌঁছয়, তখন তাঁকে বাধা দেন তৃণমূল কর্মী, সমর্থকরা। সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ধুন্ধুমার বাধে এলাকায়। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।