Kali Puja 2022: অনুব্রত জেলে; জৌলুসহীন বোলপুরে দলীয় কার্যালয়ের পুজো, দেবীর গায়ে গুটিকয় গহনা

গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরার পাশাপাশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। গত ৮ বছরে তার আয় কীভাবে ৮ গুণ হল সেটাই এখন তদন্তকারীদের মূল প্রশ্ন

Updated By: Oct 25, 2022, 09:24 PM IST
Kali Puja 2022: অনুব্রত জেলে; জৌলুসহীন বোলপুরে দলীয় কার্যালয়ের পুজো, দেবীর গায়ে গুটিকয় গহনা

প্রসেনজিত্ মালাকার: সেদিন আর নেই। গতবারও বোলপুরে দলের কার্যালয়ে কালী পুজোতে থিকথিক করছিল ভিড়। এবার সেই জৌলুস নেই। উন্মাদনও নেই। কারণ যিনি ওই কালী পুজোর আয়োজন করতেন সেই অনুব্রত মণ্ডল এখন জেলে। ফলে সঙ্গীসাথীদের উত্সাহ নেই। আরও একটা জিনিস লক্ষ্যনীয়, প্রতি বছর দেবীর গায়ে পরানো হত বিপুল গহনা। গতবার অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন মায়ের গায়ে ৫৭০ ভরি সোনার গহনা পরানো হয়েছিল। এবার সেসব উধাও। খুব বেশি হলে গহনার পরিমান ৪০ ভরি হবে। অনেকে প্রশ্ন করছেন, দেবীর যদি ৫৭০ ভরি গহনা থাকে তাহলে তা গেল কোথায়?

আরও পড়ুন-'ঝড়-বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো', রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

গোরু পাচার মামলায় আসানসোলের জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। ইডির পাশাপাশি সিবিআইও তাকে গোরু পাচার নিয়ে জেরা করেছে। ডাকা হয়েছে অনুব্রত সহ একাধিক তৃণমূল নেতাকে। এমনকি ডাকা হয় বোলপুরের এক স্বর্ণ ব্যবসায়ীকেও। এবার দেবীর গহনা গেল কোথায়? এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের নেতারা।

গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরার পাশাপাশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। গত ৮ বছরে তার আয় কীভাবে ৮ গুণ হল সেটাই এখন তদন্তকারীদের মূল প্রশ্ন।

সুকন্যার আয় বৃদ্ধি 
বছর   আয় (টাকা) 
২০১৩-১৪  ৩ লাখ ৯ হাজার ৩৯৯ 
২০১৪-১৫ ৮ লাখ ৫৮ হাজার ৬ 
২০১৫-১৬  ১০ লাখ ১৫ হাজার ৬৬৭ 
২০১৬-১৭  ৪৯ লাখ ২৪ হাজার ৬২৭ 
২০১৭-১৮  ৪৯ লাখ ৩২ হাজার ৯৮৮ 
২০১৮-১৯ ৫১ লাখ ৪১ হাজার ৩২১ 
২০১৯-২০ ১ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৫৯৯ 
২০২০-২১‍ ১ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৯০ 
২০২১-২২ ৯২ লাখ ৯৭ হাজার ৬০০ 

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানি এএনএম অ্যাগোরোকেম প্রাইভেট লিমিটেডকে নোটিস পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর, আগামী সোমবারের মধ্যে কোম্পানির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই কোম্পানির ডিরেকটর দুজন। কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল ও কেষ্ট-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গাইন। দুজনকেই ১৬০ ধারায় নোটিস ধরানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে ২০১৫ সালের শেষের দিক থেকে প্রায় প্রত্যেকদিন বীরভূম জেলার কোনও না কোনও ব্যাংকে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে নগদ জমা হয়েছে। ২০১৫ সাল থেকে এই নগদ জমার পরিমাণ প্রায় ১৫ কোটি! বিভিন্ন ব্যাংকে জমা হওয়া এই নগদ কোথা থেকে এল? তদন্তকারীরা মনে করছেন, একমাত্র হাওয়ালা যোগ থাকলেই এই টাকা আসতে পারে! সিবিআই সূত্রে খবর, ব্যাংকে এই টাকা জমা হওয়ার পরই অনুব্রত মণ্ডল মেয়ে সুকন্যা ও নিজের নামে ফিক্সড ডিপোজিট করে। বিভিন্ন সম্পত্তি ও জমি ক্রয় করে।

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.