kalimpong: ঝোপের মধ্যে অস্বাভাবিক আওয়াজ! কী এটা?

খবর দেওয়া হয় কুমানি বিটের বনকর্মীদের। বনকর্মীরা এসে অনেক চেষ্টার পর উদ্ধার করেন প্রাণীটিকে।

Updated By: Apr 13, 2022, 01:09 PM IST
kalimpong: ঝোপের মধ্যে অস্বাভাবিক আওয়াজ! কী এটা?

নিজস্ব প্রতিবেদন: ঝোপের মধ্যে আওয়াজ কীসের? কীরকম একটা অস্বাভাবিক আওয়াজ যেন! এরকম তো আগে কখনও শোনা যায়নি। ব্যাপার কী? এ নিয়ে বেশ একটু শঙ্কিতই হয়ে পড়েন মানুষজন। তাঁরা ঝোপে ঢুকতে সাহস পান না। অথচ, আতঙ্কও যায় না। খবর দেওয়া হয় বন দফতরে। আর তার পরই সকলের চক্ষু চড়কগাছ!

কী ঘটল?

জানা গিয়েছে, এদিন কুমানি বিটের গ্রামের পার্শ্ববর্তী ঝোপের মধ্যে ফসফস শব্দ শুনতে পান গ্রামের লোকজন। গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় কুমানি বিটের বনকর্মীদের। এরপর বনকর্মীরা এসে অনেক চেষ্টার পর উদ্ধার করেন একটি সাপকে। 

কী সাপ? 

তাঁরা উদ্ধার করেন একটি কিং কোবরাকে! ১১ ফুটের বেশি দীর্ঘ এটি। ধরার পরে কুমানির গভীর জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় এটিকে।

আতঙ্কিত স্থানীয়রা বলছেন, কপাল ভালো যে, আশেপাশের কোনও বাড়িতে ঢুকে পড়েনি সাপটি! 

আরও পড়ুন: Python: 'জলে থাকতে কষ্ট'! জনবসতিপূর্ণ এলাকায় গাছের মগডালে উঠল অজগর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.