Kultali: মহিলার শারীরিক সম্পর্কের টোপ! 'ঘনিষ্ঠ' হতে গিয়ে 'অপহৃত' অটোচালক
বারুইপুর কোর্টের সামনে দেখা করেন দুজনে। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা।
তথাগত চক্রবর্তী: শারীরিক সম্পর্কের টোপ। আর সেই টোপ দিয়েই কুলতুলির (Kultali) এক ব্যক্তিকে অপহরণ (Kidnap)। অভিযোগ এমনই। এখানেই শেষ নয়। ওই ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে অভিযুক্তরা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিস।
তবে শুধু একা ওই মহিলা নন। চক্রে জড়িত আরও অনেকে। তবে বাকি অভিযুক্তরা পলাতক। কুলতুলির বাসিন্দা ওই ব্যক্তি পেশায় একজন অটোচালক। অভিযোগ, ধৃত মহিলাই তাঁকে শারীরিক সম্পর্কের টোপ দেন। সেই মত বুধবার দুপুরে বারুইপুর কোর্টের সামনে দেখা করেন দুজনে। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন অপহৃতের দাদা। ঘটনার তদন্তে নেমে অপহৃত ওই ব্যক্তিকে বারুইপুরের শঙ্করপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিস। সেইসঙ্গে গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে। যদিও বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
Singer KK Death: কেকে'র মৃত্যুতে শাহকে চিঠি সাংসদ সৌমিত্রর, জানালেন গুরুতর অভিযোগ