ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ!
উল্লখ্য,এই চা বাগানে চিতা বাঘের উত্পাত চরমে উঠেছিল।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে মিলল স্বস্তি। খাঁচায় ধরা পড়ল পূর্ণ বয়স্ত চিতাবাঘ। মালবাজার মহকুমার বড়দিঘী চাবাগান এলাকার ঘটনা।
আরও পড়ুন: পাশে হাতির পায়ের ছাপ, নদীর ধারে উদ্ধার দেহ
উল্লখ্য,এই চা বাগানে চিতা বাঘের উত্পাত চরমে উঠেছিল। কিছুদিন আগে বাগানের মধ্যে চিতা বাগানের এক সহকারি ম্যানেজারকে গুরুতর ভাবে আহত করে । তার আগে দুই ব্যক্তিকেও জখম করে চিতা। একের পর এক চিতার হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সমগ্র বাগানে। দিনের বেলাতেও চা বাগানে কাজ করতে ভয় পাচ্ছিল শ্রমিকরা।
আরও পড়ুন: পাঁচিল ঘেরা জমিতেই চলত মরা পশুর মাংস কাটার কাজ!
এর পরেই নড়েচড়ে বসে বনদফতর। সোমবারই ওই চাবাগানের ১৫ নম্বর সেকশনে চিতা ধরতে খাঁচা বসানো হয়। দেওয়া হয় ছাগলের টোপ। মঙ্গলবার সেই খাচায় ধরা পড়ে চিতাবাঘ। ঘটনা স্থলে খুনিয়া রেঞ্জের বন কর্মীরা। খাঁচাবন্দি চিতাবাঘটিকে গরুমাড়ায় নিয়ে যাওয়া হবে। সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনকর্মীরা জানিয়েছেন।