পোলের ওপর থেকে ছিটকে পড়লেন ব্যক্তি! শান্তিনিকেতনে ভয়ঙ্কর ঘটনা
শান্তিনিকেতনের উত্তনারায়ণপুর এলাকায় বিদ্যুত পরিষেবায় সমস্যা হচ্ছিল। বুধবার সকালে কাজ করতে যান বিদ্যুত্ দফতরের তিন কর্মী। ১১ হাজার ভোল্টের পোলের ওপর উঠে কাজ করছিলেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: পোলের ওপর উঠে বিদ্যুতের কাজ করছিলেন তিন বিদ্যুত্কর্মী। আচমকাই স্থানীয় বাসিন্দারা দেখলেই, এক ব্যক্তি পোলের তার ধরে ভীষণভাবে কাঁপছেন। কিছু বুঝে ওঠার আগেই তার ধরেই নিচে পড়ে যান তিনি। মাটিতে পড়তেই মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে তাঁর। বিদ্যুতের কাজ করতে গিয়ে শান্তিনিকেতনে সাতসকালেই ঘটল ভয়ঙ্কর ঘটনা।
আরও পড়ুন: ব্যবসায়ীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটই বাতলে দিল বাগুইআটির ডাকাতির সূত্র
শান্তিনিকেতনের উত্তনারায়ণপুর এলাকায় বিদ্যুত পরিষেবায় সমস্যা হচ্ছিল। বুধবার সকালে কাজ করতে যান বিদ্যুত্ দফতরের তিন কর্মী। ১১ হাজার ভোল্টের পোলের ওপর উঠে কাজ করছিলেন তাঁরা।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ভাইরাল করলেন স্বামী!
আচমকাই বিদ্যুত্স্পৃষ্ট হন এক কর্মী। পোল থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। বিদ্যুত্স্পৃষ্ট হন আরও তিন জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।