17 February 2025, 10:45 AM
Delhi CM: দিল্লির মুখ্যমন্ত্রী কে, ঠিক করতে আজ বৈঠকে বসছে দিল্লি বিজেপির পরিষদীয় দল। দিল্লি প্রদেশ বিজেপির দপ্তরে হবে বৈঠক। বিকেল তিনটে হবে বৈঠক। আজই চূড়ান্ত হতে পারে মুখ্যমন্ত্রীর নাম। শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে ২১ ফেব্রুয়ারি।
17 February 2025, 10:45 AM
BSF-BGB Meeting: আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক। বাংলাদেশে তদারকি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার দুই দেশের ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লির লোধি রোডে বিএসএফের মুখ্য কার্যালয়ে ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বৈঠক।
17 February 2025, 08:15 AM
Jalpaiguri Accident: ফের দুর্ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত আরও হয়েছেন দুইজন। মৃতের নাম ময়ূখ রায়(২০)। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহর সংলগ্ন হরিমন্দির এলাকায়।
17 February 2025, 08:15 AM
Diamond Harbour: ডায়মন্ড হারবার শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ডগ শো প্রতিযোগিতা। রবিবার রাতে ডায়মন্ডহারবারের ডায়মন্ড ক্লাব, লাইব্রেরী গ্রাউন্ডে প্রায় ৫০ টি প্রজাতির ৮০ টিরও বেশি পোষ্য কুকুর মনোমুগ্ধকর প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন কয়েক হাজারো পুষ্য প্রেমিক ও দর্শক। প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় ৫০টি প্রজাতির কুকুর অংশ নেয়, যার মধ্যে জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার, পুডল, এবং সাইবেরিয়ান হাস্কি ছিল বিশেষ আকর্ষণ।
17 February 2025, 08:15 AM
Delhi Earthquake: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূত রাজধানীতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলিতে। কম্পনের উৎসস্থল দিল্লির কাছেই, ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে।