Bengal News LIVE Update: সন্দেশখালিতে এবার প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা!

Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Thursday, May 16, 2024 - 00:04
Bengal News LIVE Update: সন্দেশখালিতে এবার প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

16 May 2024, 00:00 AM

আবার সেই সন্দেশখালি! ভরসন্ধেয় প্রতিবাদী মহিলাকে এবার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া চেষ্টার অভিয়োগ। মহিলার চিৎকারে শেষপর্যন্ত অবশ্য পালিয়ে যায় দুষ্কৃতী। এলাকায় চাঞ্চল্য।

15 May 2024, 22:00 PM

Neeraj Chopra: ৮২.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়া ভুবনেশ্বরে ফেডারেশন কাপে সোনা জিতলেন। ডিপি মনু পেলেন রুপো (৮২.০৬ মি)।  তিন বছর পর দেশের মাটিতে কোন প্রতিযোগিতায় নামলেন অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন নীরজ।

15 May 2024, 12:15 PM

Jyotiraditya Scindia’s mother Madhavi Raje passes away: প্রয়াত জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে। একাধিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নয়াদিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

15 May 2024, 11:00 AM

Supreme Court Ordered Release NewsClick founder Prabir Purkayastha: প্রবীর পুরকায়স্থর গ্রেফতারি ও হেফাজত বেআইনি। নির্দোষ ঘোষণা করে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে জানায়,এই গ্রেফতারি ও হেফাজত সম্পূর্ণ বেআইনি। আইন মেনে গ্রেফতার করা হয়নি। এমনকি হেফাজতে পাঠানোর সময়েও আইন মানা হয়নি। গত ২ অক্টোবর থেকে হেফাজতে রয়েছেন প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। ওই অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচার চালাচ্ছিলেন তারা। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানি শেষে রায়দান স্থগিত রাখে। আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গতকাল এলগার পরিষদ মামলায় গৌতম নওলখাকেও জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

15 May 2024, 10:45 AM

Dilip Ghosh: দিলীপ ঘোষ নিজের জোরে ভোটে জেতে। অন্যরা পার্টির হাতে ছেড়ে দিয়েছে। গুন্ডাদের সামনে ভোটে দাঁড়িয়েছেন। বর্ধমান-দুর্গাপুরে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোটের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের।

15 May 2024, 10:45 AM

CRPF in Sandeshkhali: ভোট নিরাপত্তায় বিশেষ নজর সন্দেশখালিতে। ভোটের ১৫ দিন আগে সন্দেশখালিতে বাহিনী। এক কোম্পানি আধা সেনা পৌঁছল সন্দেশখালিতে। আজ থেকে এলাকায় রুট মার্চ বাহিনীর।

15 May 2024, 10:45 AM

Mamata Abhishek Rally: পঞ্চম দফা ভোটের আগে আজও ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক। চুঁচুড়াতে মমতার সভা। পরে হাওড়ায় পদযাত্রা। আরামবাগের সভা অভিষেকের। ব্যারাকপুরে হবে রোড শো।

 

15 May 2024, 10:45 AM

 J P Nadda In Bengal: শাহের সফরের মাঝে বঙ্গে নাড্ডাও। আজ তিনটি সভা বিজেপি সর্বভারতীয় সভাপতির। সভা বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। সন্দেশখালি থেকে দুর্নীতি, কী বার্তা দেবেন নাড্ডা। নজর রাজনৈতিক মহলের। 

 

15 May 2024, 10:45 AM

Amit Shah in Bengal: আজও রাজ্যে শাহের সভা। শ্রীরামপুরে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যে একের পর এক ইস্যু নিয়ে আজ ফের নয়া কী বার্তা দেবেন শাহ? থাকবে নজর। 

15 May 2024, 10:45 AM

Modi writes Letter to Arjun Singh: রেখা পাত্র ও অমৃতা রায়কে ফোনের পর এবার অর্জুন সিংকে চিঠি মোদীর। আর্থ সামাজিক অগ্রগতির প্রতি প্রতিশ্রুতি প্রশংসনীয়। প্রতি বুথে জেতার জন্য মনোযোগ দিন। লিখলেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূলের।

 

15 May 2024, 10:30 AM

WB Lok Sabha Election 2024: ভোট হ্রাসের ধারা অব্যাহত চতুর্থ দফাতেও! সোমবার বাংলায় আট আসনের ভোটদানের হার গড়ে আশি শতাংশের বেশি। উনিশে লোকসভা ভোটের তুলনায় কম ভোট চব্বিশে। 

 

15 May 2024, 09:30 AM

WB BJP Attack: বিজেপিতে যোগ দান করার অপরাধে ভগবানপুরের কেন নেওয়া হল এক ব্য়ক্তির কান।

15 May 2024, 09:30 AM

WB Loksabha Election 2024: ভোট পড়ার হার কমল চতুর্থ দফাতেও। সোমবার ৮ আসনে ভোটদানের হার ৮০ শতাংশের বেশি বলেও তা ২০১৯ এর থেকে কম।

15 May 2024, 09:30 AM

Abhishek Banerjee: আরামবাগ আজ অভিষেকের সভা।

15 May 2024, 08:00 AM

দলীয় মিটিং থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল , অভিযোগের তীর আইএসএফের দিকে। মঙ্গলবার গভীর রাতে দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড় থানার জাগুলগাছি অঞ্চলের ঘটকপুকুর খাঁপাড়া এলাকায়।

 

15 May 2024, 07:00 AM

WB Weather Update: সপ্তাহের শেষ ফের বাড়বে গরম। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি।

15 May 2024, 07:00 AM

Gaza Death: গাজার রাফায় ইজারায়েলি হানায় মৃত্যু অবসরপ্রাপ্ত ভারতীয় কর্ণেলের। শহিদ কর্ণেল বৈভব অনিল কালে গাজায় রাষ্ট্রসংঘের সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্মরত ছিলেন। শোকজ্ঞাপন করেছে রাষ্ট্রসংঘ।

 

15 May 2024, 07:00 AM

WB Loksabha Election 2024: ভোটের পর ইভিএম-এ কারচুপির আশঙ্কা মমতার। ইভিএম যাতে বদলাতে না পারেন তার দিকে লক্ষ্য রাখুন, বললেন মমতা।

15 May 2024, 07:00 AM

CV Ananda Bose | TMC : রাজ্যপালের পদত্যাদের দাবিতে আন্দোলনের ডাক। পথে নামছে তৃণমূলের শিক্ষা সেল। রাজ্যপালের বিরুদ্ধে মহিলা নিগ্রহের অভিযোগ। ১৭ মে রাজভবন অভিযানের ডাক তৃণমূলের শিক্ষা সেলের।