Bengal News LIVE Update: বিজেপি খিচুড়ি পার্টি, সিপিএম পকেটমার! : মমতা বন্দ্যোপাধ্যায়

Bengal Latest News LIVE Update: শ্রমিকদের জন্য তৈরি রাখা হয়েছে মেডিক্য়াল টিম, অ্যাম্বুল্যান্স। ৪১ বেডের একটি হাসপাতলাও তৈরি রাখা হয়েছে।

Last Updated: Thursday, November 23, 2023 - 14:19
Bengal News LIVE Update: বিজেপি খিচুড়ি পার্টি, সিপিএম পকেটমার! : মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 14:00 PM

২৮, ২৯, ৩০ বিধানসভায় ধরনা : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 14:00 PM

১০০ দিনের তাকা আদায়ে ধরনা দেবেন : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:45 PM

যাদের বিরুদ্ধে খুনের কেস আছে তাঁদের সবাইকে জেলে ভরব : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:45 PM

১ কোটি কর্মসংস্থান হয়ে গিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:45 PM

আমাদের জমি আছে, কেউ চাইলে ইনভেস্ট করতে পারেন। লিজ রিনিউ করার সমস্যা এখানে নেই : মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 13:30 PM

দুর্নীতির জন্য প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে ছয় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

23 November 2023, 13:30 PM

কোর্টের নামেও মিথ্যা কথা বলছে : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

একশো দিনের কাজে টাকা দিচ্ছে না : মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 13:30 PM

ঝুটা, পাপী, হজবরল, খিচুড়ি পার্টি ; মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

ভয়ে হাউজ ক্লোজ করিনা : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

সব হাদপাতাল গেরুয়া রঙ করতে বলছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

বিল পাশ করেন না : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব বেচে দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়  

23 November 2023, 13:30 PM

দেশের আর্থিক ভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

বাংলায় ৪০% বেকারত্ব কমেছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

পাবলিক সেক্টর বেচে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

তোমরা তো ভোগী, গেরুয়া রঙ তোমাদের নয় : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:30 PM

বাংলায় কমছে, দেশে কেন বাড়ছে বেকারত্ব : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

হিটলার নেই, কিছু নতুন জমিদার তৈরি হয়েছে। তাঁরা নাকি চা বেচে খেতেন। : মমতা বন্দ্যোপাধ্যায়  

23 November 2023, 13:15 PM

আর তো তিন মাস আয়ু: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

কেষ্ট-মানিক জেলে, খুশি হচ্ছেন? : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

আজ খুব খুশি হচ্ছে পার্থ জেলে, বালু জেলে, যেদিন কুর্সি থাকবে না, সেদিন কোথায় থাকবেন? সেলে? : মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 13:15 PM

কয়লা কার অধীনে? কেন্দ্র কেন দায় নেবে না? : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

সব গেরুয়া করে দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 13:15 PM

সম্প্রিতিতেই মিটেছে পুজো, সকলকে ধন্যবাদ: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

ধর্ম যার যার, উৎসব সবার: মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

ইন্ডিয়ার ফাইনাল কলকাতা অথবা মুম্বইতে হলে আমরা জিততাম:  মমতা বন্দ্যোপাধ্যায়

23 November 2023, 13:15 PM

বর্ডার পাহারা দেওয়া কাদের কাজ? : মমতা বন্দ্যোপাধ্যায়  

23 November 2023, 13:15 PM

গরু কেন্দ্রের বিষয়, কয়লা কাদের অধীনে? : মমতা বন্দ্যোপাধ্যায় 

23 November 2023, 13:15 PM

কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

23 November 2023, 12:30 PM

আমর্হাস্ট্রিটকাণ্ডে রাজনৈতিক দল বা কোনও তৃতীয় ব্যক্তি নয়। মৃতের স্ত্রী-কেই মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। মৃতের স্ত্রীকেই দিতে হবে হলফনামা।

23 November 2023, 12:30 PM

চোখে সমস্যার কারণে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে উপস্থিত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছেন তিনি।

 

23 November 2023, 12:15 PM

প্রায় ২৪ ঘণ্টা পর সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্য থেকে জানা গেল যে, মেট্রোর সুড়ঙ্গের ভিতর পাওয়া ওই দেহ মেট্রোর এক অস্থায়ী ঠিকাকর্মীর। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার রাতে মেট্রো সার্ভিস বন্ধ হওয়ার পর রক্ষণাবেক্ষণের কাজ করতে সুড়ঙ্গে ঢোকেন মেট্রোর চুক্তিভিত্তিক কয়েকজন ঠিকাকর্মী। বাকিরা বেরিয়ে গেলেও, ওই ঠিকাকর্মী কোনওভাবে সুড়ঙ্গে থেকে যান। এখন সকালে থার্ড লাইন চালু হওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ঠিকাকর্মীর মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়, ময়নাতদন্তের পরই তা নিশ্চিৎ করে জানা যাবে। পাশাপাশি, ওই ঠিকাকর্মী কেন সুড়ঙ্গের ভিতর থেকে বের হননি, তাও তদন্ত করে দেখা হচ্ছে। রবীন্দ্র সরোবর স্টেশন থেকে কর্মীরা টানেলে ঢুকেছিলেন বলে মেট্রো সূত্রে খবর। 

23 November 2023, 12:15 PM

শিল্প সম্মেলন শেষ হতেই নবান্নে শিল্প বিষয়ক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকাল ৪টেয় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকে শিল্প-বৈঠক। শিল্প বিষয়ক এই বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা থাকবেন। বিজিবিএস-এ বিনিয়োগের প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক। নেতাজি ইন্ডোরে দলীয় বৈঠক শেষ করেই নবান্নে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

23 November 2023, 09:15 AM

পঞ্জাবের কাপুরথালার এক গুরুদ্বারে গুলি চালাল নিহাং শিখরা। গুলিতে নিহত হয়েছেনব ১ পুলিস কনস্টেবল। আহত হয়েছেন ৩ জন।

23 November 2023, 09:15 AM

আমেরিকা-কানাডা সীমান্ত নায়াগ্রা জলপ্রপাতের কাছে আগুন লেগে গেল একটি গাড়িতে। ওই অগ্নিকাণ্ডে মৃত ২। বন্ধ সীমান্ত।

23 November 2023, 08:15 AM

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এনিয়ে তিনি বলেন,  এর আগে যে ৭ বার সম্মেলন হয়েছে। তার নিট ফল তো কিছু দেখতে পাচ্ছি না। উনি ২কুমির ছানা বারবার দেখান। তাজপুর বন্দর এবং দেউচা পাঁচামি। এখনও টেন্ডার পাল্টানো হচ্ছে। আদানি হাত তুলে নিয়েছে। আর কি কেউ করবে?

23 November 2023, 07:30 AM

অধীর অপেক্ষায় হুগলির পুরশুড়ার জয়দেব প্রামাণিকের পরিবার। উত্তরকাশীর টানেলে আটকে রয়েছে জয়দেব। জয়দেবের বাবা তাপস প্রামাণিক তাঁর চায়ের দোকান খুলেছেন। দোকানে ভিড়ও হয়েছে। তাঁর স্ত্রী তপতী দেবীও  সুস্থ হয়ে উঠেছেন। তিনি কাল রাতে ভাত খেয়েছেন। তবে ছেলের মুখ দেখার জন্য আগ্রহে বসে আছেন।তাঁর চোখে মুখে আনন্দের ছাপ।

23 November 2023, 07:15 AM

টানেলের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। ৪১ বেডের একটি অস্থায়ী হাসপাতালেও তৈরি রাখা হয়েছে। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। টানা ১২ দিন টানেলের মধ্যে আটকে রয়েছেন শ্রমিকরা।

 

23 November 2023, 07:15 AM

উত্তরকাশীর সিলকারা টানেলে ঢুকে পড়েছে উদ্ধারকারী দল। গতকাল রাতেই ভেতর আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ১২ মিটার দূরে ছিল উদ্ধারকারীদল। আজ সকাল থেকেই জোর কদমে ফের উদ্ধার কাজ শুরু হওয়ার কথা।খুব সাবধানে এগোচ্ছেন উদ্ধারকারীরা। জোজিলা টানেলের প্রজেক্ট হেড হরপাল সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ শ্রমিকদের কাছে পৌঁছে যাবে উদ্ধারকারী দল।