2 February 2025, 08:00 AM
Gosaba: মহাকুম্ভে পুণ্যস্নানের পরে মা'কে হারিয়ে ফেলেছিলেন ছেলে। সেই হারিয়ে-যাওয়া-মা'কে অবশেষে ফিরে পেলেন ছেলে। এমনই ঘটনা ঘটেছে যাদবপুরে। অচেনা এক মহিলার সহযোগিতায় তিনি ফিরে পান তাঁর মা'কে! কোটি কোটি পুণ্যার্থীর ভিড়ে হারিয়ে গিয়েছিলেন বছরষাটের বৃদ্ধা গীতা মণ্ডল। তিনি তাঁর ছেলে গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া দয়াপুরের রেণুকানগর মৃধাপাড়া থেকে মহাকুম্ভে গিয়েছিলেন। যাদবপুরের এক মহিলার সহযোগিতায় গীতাদেবী ঘরে ফিরলেন।
2 February 2025, 08:00 AM
Sunday Morning: রবিবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া সল্টলেক, নিউ টাউন, কলকাতা বিমানবন্দর অঞ্চল। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ১০০ মিটার! মূল শহরের কুয়াশা-ছবিটাও একইরকম। ওদিকে জেলার ছবিটাও এক। শীত ও কুয়াশার দাপট অব্যাহত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরে। জলপাইগুড়িতে যেমন, রবিভোরে কনকনে শীত সঙ্গে ঠান্ডা হাওয়াও বইছে। ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। ঠান্ডায় জবুথবু সেখানকার সাধারণমানুষ। গতকাল, শনিবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি!