WB Assembly Election 2021 LIVE: Mamata-র লিগামেন্টে আঘাত, পায়ের পাতায় চিড়

Last Updated: Thursday, March 11, 2021 - 00:49
WB Assembly Election 2021 LIVE: Mamata-র লিগামেন্টে আঘাত, পায়ের পাতায় চিড়

11 March 2021, 00:15 AM

বাঙুর থেকে এসএসকেএমে আনা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের হাসপাতালে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হাজির ডেরেক ও'ব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন প্রাথমিকভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে আঘাত রয়েছে। তাঁর পায়ের পাতায় চিড়। রয়েছে সফট টিস্যু ইনজুরি।

10 March 2021, 23:45 PM

এসএসকেএম ছাড়ার সময় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমআরআই-র জন্য নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট ও চিড় রয়েছে। মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছি।'      

 

10 March 2021, 23:45 PM

আগামিকাল, বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করার কথা ছিল তৃণমূলের। তবে নন্দীগ্রামে মমতা চোট পাওয়ায় তা স্থগিত করা হল। 

10 March 2021, 23:30 PM

এসএসকেএম চত্বরে তৃণমূল কর্মীদের শান্ত থাকার অনুরোধ সুজিত বসুর। 

 

10 March 2021, 23:30 PM

জেলায় জেলায় বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের।

 

10 March 2021, 23:00 PM

এমআরআই-র জন্য় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

10 March 2021, 22:30 PM

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে এসএসকেএম হাসপাতালে চলে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। গো ব্যাক স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। এরপর টুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, 'এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়  শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। তার আগে ৬টা ৪০ মিনিটে তিনি যখন নন্দীগ্রামে ছিলেন, কথা বলেছি ফোনে। ডিরেকটর, নিরাপত্তা ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছি। স্বাস্থ্যসচিব ও হাসপাতালের ডিরেকটরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পরে মুখ্যসচিবকে ব্যবস্থা নিতে বলা হতে পারে।'          

 

10 March 2021, 22:15 PM

অধীর চৌধুরীর কথায়,'নন্দীগ্রামে দাঁড়াতে চাননি। ঘটনাচক্রে ফেঁসে গিয়েছেন। জালে ঘুঘু ফেঁসেছে। তাই রাজনৈতিক ভণ্ডামি করছেন। মানুষের আবেগ কাড়তে চাইছেন। মানুষ আহারে-উহুরে করতে থাকে তাই এই নাটক করেছেন।'

 

10 March 2021, 22:15 PM

বিরোধীদের দাবি, নাটক

বিবৃতি জারি করে ঘটনার তদন্ত দাবি করেছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য,'আগে অসংখ্যবার তৃণমূল নেত্রীর পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। আজকের ঘটনা আবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই। আমরা যে কোনও আক্রমণের ঘটনারই নিন্দা করি। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন জেলায় যান তখন আশেপাশের পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটেই বা কী করে! এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অনেকেই মনে করেছিলেন এবারও গুন্ডামি, মস্তানি করে নির্বাচনে জিতবেন। কিন্তু এখনও পর্যন্ত গুন্ডামি, মস্তানি ঘটেনি। এখন হিংসার নাম করে ভাগ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমন হিন্দু-মুসলমানের নামে ভাগ করার চেষ্টা বিজেপি-তৃণমূল দু’পক্ষ মিলেই করে চলেছে। মানুষ এসব ভাগাভাগির চেষ্টা মেনে নেবেন না। তেমনই বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনি।'

10 March 2021, 21:15 PM

Mamata -র আঘাত, রিপোর্ট চাইল Election Commission

10 March 2021, 21:15 PM

জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূল সমর্থকদের।

10 March 2021, 21:15 PM

SSKM চত্বরে রাজ্যপাল গো ব্যাক, বিজেপি হায় হায় স্লোগান তৃণমূল সমর্থকদের।

 

10 March 2021, 21:15 PM

এসএসকেএম-এ মমতাকে দেখতে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

 

10 March 2021, 21:15 PM

এই মূহুর্তে মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে। জানা যাচ্ছে তাঁর এমআরআই করা হতে পারে।  করা হবে অন্যান্য ব্লাড টেস্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্য়াল টিমে রয়েছেন অর্থোপেডিক, কার্ডিওলাজি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকরা।

এসএসকেএম হাসপাতালে আনা হল মমতাকে। তৈরি রয়েছে এমআরআই মেসিন। বিশেষজ্ঞ চিকিত্সক টিম।

10 March 2021, 21:00 PM

হাসপাতালের বাইরে 'বিজেপি হায় হায়' স্লোগান তৃণমূল সমর্থকদের।

10 March 2021, 20:45 PM

স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে।

10 March 2021, 20:45 PM

এসএসকেএম হাসপাতালে আনা হল মমতাকে। তৈরি রয়েছে এমআরআই মেসিন। বিশেষজ্ঞ চিকিত্সক টিম।

10 March 2021, 20:30 PM

নন্দীগ্রামে জখম মমতা

নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়।

গাড়িতে উঠে সাংবাদিকদের মমতা (Mamata Banerjee) বলেন,'পা ফুলে গিয়েছে। ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে। আমার বুকে যন্ত্রণা করছে। নির্বাচন কমিশনে জানাব।' 

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ করেছেন, এটা অনস্বীকার্য। ক্ষমতায় আসার পর নন্দীগ্রামকে দেখেননি। শিল্পায়ন হয়নি। কৃষিতে উন্নয়ন হয়নি। নন্দীগ্রাম বঞ্চিত থেকেছে। শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র। ওখানে মমতা হারবেন। বুঝতে পেরেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সহানুভূতি ছাড়া উনি জিততে পারবেন না। বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই।' 

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) কথায়,'তিনশো পুলিস মমতার নিরাপত্তায় থাকেন। প্রায় ৪ হাজার পুলিস ওঁর যাতায়াতের রাস্তায় থাকে। সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন। উনি বরাবরই নাটক করেন।'

 

10 March 2021, 14:45 PM

একসময় নন্দীগ্রামে আন্দোলন করেছিলাম। তাই এই আসনের গুরুত্ব অনেক বেশি।  নন্দীগ্রাম আমার জন্য শুধু স্লোগান নয়। অনেক বড় স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে।

নন্দীগ্রামকে আমি ভুলতে পারি না। আশাকরি নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। সবার কাছে শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করছি।

10 March 2021, 14:45 PM

মমতা আরও বলেন, নন্দীগ্রামে কিছু  কর্মসূচি রয়েছে। তাই আজ নন্দীগ্রামেই থাকছি। 

ভবানীপুরের লড়াই আমার জন্য শক্ত ছিল না। আমার পুরোন জায়গা। তবে নন্দীগ্রামের ব্যাপারটাই আলাদা।

10 March 2021, 14:30 PM

মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে জনতা-সংবাদমাধ্যমের মুখোমুখি মমতা।

তৃণমূল নেত্রী বলেন,  আজ মনোনয়ন পেশ করলাম। মনোনয়নে সাক্ষর করেছেন মহাদেব দাস, স্বদেশ দাস, সুষমা ও আব্দুস সামাদ। সুফিয়ান হবেন ইলেকশন এজেন্ট।

10 March 2021, 14:15 PM

একই দিনে নন্দীগ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

10 March 2021, 13:45 PM

হলদিয়া মহকুমা শাসকের দফতরে তাঁকে মনোনয়ন দাখিলে সাহায্যে করেন সুব্রত বক্সী। একের পর এক পাতা উল্টে প্রয়োজনীয় কাগজপত্রে সাক্ষর করেন তৃণমূল নেত্রী।

10 March 2021, 13:45 PM

শিবমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

10 March 2021, 13:45 PM

হলদিয়ায় পৌঁছে মহকুমা শাসকের দফতরে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী।

10 March 2021, 13:45 PM

মনোনয়ন জমা দিতে হলদিয়ায় পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মঞ্জুশ্রী মোড় থেকে পদযাত্রা করে মহকুমাশাসকের দফতরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর সঙ্গে রয়েছেন দলের সমর্থক এবং স্থানীয় মানুষরা। বুধবারই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে খাতায় কলমে নির্বাচন কমিশনের খাতায় নাম তুলবেন মমতা।

10 March 2021, 13:15 PM

অন্যদিকে, নন্দীগ্রামে আজ বিজেপির একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হবে এবার নির্বাচনের কাজ।
 

10 March 2021, 13:00 PM

রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দিলেন মমতা। নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন।

এরপর তিনি মনোনয়ন পত্র পেশ করতে যাবেন হলদিয়া।

10 March 2021, 13:00 PM

আজ মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। তা সেরে দলের সমর্থকদের নিয়ে মিছিল করে হলদিয়ার উদ্দেশে রওনা দেবেন মমতা।