খাবার টাকাও শেষ কিছু করুন, আকুল আবেদন চিকিত্সা করাতে এসে হাওড়ায় আটক ত্রিপুরার পরিবারের
রোগীর ভাই বিমান ভৌমিক জানান, তিনবার প্লেনের টিকিট কাটা হয়েছিল কিন্তু বিমান ওড়েনি। এখন না আছে টাকা, না আছে খাবার
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা থেকে কলকাতায় চিকিত্সা করাতে এসে এখন অনাহারে দিন কাটাচ্ছে গোটা পরিবার। জনতা কার্ফু থেকে লকডাউন-ভেস্তে দিয়েছে ত্রিপুরার ওই তিন ভাইয়ের সব পরিকল্পনা ।
আরও পড়ুন-দিল্লির আজাদপুর হোলসেল মার্কেটে ১১ ব্যবসায়ী কোভিড পজিটিভ, বন্ধ করা হল বহু দোকান
গত ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ত্রিপুরায় দুর্ঘটনায় পড়েন এক ব্যক্তি। চিকিত্সার জন্য তাঁকে আনা হয় কলকাতার মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে। প্রায় একমাস ওখানেই চিকিত্সা হয়। ফেরার কথা ছিল ২২ তারিখ। কিন্তু এর মধ্যেই জনতা কার্ফু ও লকডাউনে অচল হয়ে যায় গোটা দেশ। তখন থেকেই তিন ভাই বন্দি হাওড়ার একটি জায়গায়।
আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৫২২, মৃত বেড়ে ২২ | দেশে সক্রিয় আক্রান্ত ২২,৬২৯ মৃত ১০০৭
রোগীর ভাই বিমান ভৌমিক জানান, তিনবার প্লেনের টিকিট কাটা হয়েছিল কিন্তু বিমান ওড়েনি। এখন না আছে টাকা, না আছে খাবার। তিন ভাই এখন কঠিন বিপদের মধ্যে পড়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কিছু হয়নি। হাওড়া এখন রোড জোন কাউকেই চিনি না। তিন জন খুবই অসহায় অবস্থার মধ্য পড়েছি। প্রশাশনের কছে অনুরোধ আমাদের জন্য কিছু করুন। না হলে আমরা মারা পড়ব।